ডেক্স রিপোর্ট :মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভয়ংকর অবস্থা সৃষ্টি হয়েছে ভারতে। দেশটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আর অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে অনেকেই।
এ অবস্থায় পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার (৬ মে) থেকে লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।বুধবার (৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে। এ ছাড়া মেট্রোসহ রাজ্যের সমস্ত সরকারি পরিবহন ৫০ শতাংশ চালু থাকবে বলেও জানান তিনি।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহামারি করোনা পরিস্থিতি নিয়ে একাধিক বিষয় উল্লেখ করে চিঠি দেন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পশ্চিমবঙ্গে আরও যেসব কার্যক্রমে সীমাবদ্ধতা নিয়ে আসা হয়েছে সেগুলো হলো-
১. রাজ্যে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাজার খোলা রাখা যাবে।
২. রাজ্যে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।
৩. করোনা পরিস্থিতিতে বিমান যাত্রীদের কোভিড রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। বিমানে উঠতে গেলে যাত্রীদের কোভিডের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।
৪. রাজ্যে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গহনার দোকান খোলা রাখা যাবে।
৫. জরুরি ভিত্তিতে রাজ্যে আসা সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
৬. করোনা সংক্রমণ রুখতে রাজ্যের সবাইকেই অবশ্যই মাস্ক পরতে হবে।
৭. রাজ্যের সকল সরকারি অফিসে অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজকর্ম চালাতে হবে।
৮. পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যে শপিংমল, রেস্তোরাঁ, পানশালা, সুইমিং পুল, বিউটি পার্লার সব বন্ধ থাকবে।
৯. একস্থানে ৫০ জনের বেশি জমায়েত হওয়া যাবে না।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৬ মে) সকাল পর্যন্ত আক্রান্তে বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৮২ জন, যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু।
এ ছাড়া দেশটিতে নতুন করে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ হয়েছেন ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন। আর এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজার ১৫১ জনের।