ডেক্স রিপোর্ট :করোনা মোকাবিলায় চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ছয় মাস মেয়াদি প্রকল্পে ৬০ জন চিকিৎসক নিয়োগ দেবে সংস্থাটি। আগামী ৬ মে শেষ হচ্ছে মেডিকেল অফিসার পদে আবেদনের মেয়াদ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অধিদপ্তরের প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মেডিকেল অফিসার পদে এ প্রকল্পের মেয়াদ শুরুতে ছয় মাস। ফান্ড থাকা সাপেক্ষে বৃদ্ধি হতে পারে প্রকল্পের মেয়াদ। চিকিৎসকদের নিয়োগের মেয়াদ বৃদ্ধি হতে পারে কর্মকালীন সময়ের সম্পাদিত কাজের মূল্যায়নের ভিত্তিতে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে, আগ্রহী চিকিৎসকদের এমবিবিএস বা বিডিএস পাসসহ কোভিড-১৯ ব্যবস্থাপনায় ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল বা কোভিড ডেডিকেটেড হাসপাতাল বা ইউনিটসমূহে এবং স্বাস্থ্য অধিদপ্তরে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে।