ডেক্স রিপোর্ট:ভারতে করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। এছাড়া বিভিন্ন হাসপাতালে রোগীরা বেড পাচ্ছে না। ঘাটতি দেখা দিয়েছে ওষুধের।
এসব সংকটের মাঝে ঝাড়খন্ডের একটি হাসপাতালের যে চিত্র দেখা গেল তাতে দেশটির অবস্থার আরও করুণ চিত্র ফুটে উঠেছে। স্ট্রেচার না থাকায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীকে ওয়ার্ড থেকে বের করতে ব্যবহার করা হলো মোটরসাইকেল। খবর এনডিটিভির।
পালামুর মেডিনিরাই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ওই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের একটি ওয়ার্ড থেকে করোনা আক্রান্ত এক রোগীকে তিন তরুণ ধরে একটি মোটরসাইকেলে বসাচ্ছেন। পরে মোটরসাইকেলের চালক এবং পেছনে বসা এক আরোহীর মাঝে তাকে বসিয়ে ওয়ার্ড থেকে কের করে নিয়ে আসা হয়।
তবে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে কিনা বা তাকে অন্য হাসপাতলে নেওয়া হয়েছে কিনা এটা স্পষ্ট নয়।