ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

মৃত্যুপুরী এখন ভারত শ্মশানের সামনে দীর্ঘ লাশেরসারি

ছবিঃ সংগৃহিত

স্টাফ রিপোর্টারঃ  ভারতে করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৬ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে তিনদিনেই দেশটিতে করোনা সংক্রমণ পৌঁছেছে ১০ লাখের (৯.৯৪ লাখ) কাছাকাছি।

আজ শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় ভারতের করোনা সংক্রমণের কারণে প্রাণ হারিয়েছে ২,৬০০ জন।

সংক্রমণ বাড়ার কারণে দেশটির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন-সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করছে। আর সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়ছে লাফিয়ে। এর একসঙ্গে এত মানুষের মৃত্যুর কারণে ভিড় বাড়ছে শ্মশানগুলেতো।

সেখানে প্রিয় মানুষের শেষকৃত্যের জন্য লম্বা লাইন ধরতে হচ্ছে স্বজনদের। পরিস্থিতি মোকাবিলা করতে অনেক স্থানেই ব্যবস্থা করা হচ্ছে গণচিতার। খবর ও ছবি আনন্দবাজারের।


রাঁচির স্বর্ণরেখা শ্মশানঘাটে শেষকৃত্যের অপেক্ষায় সারিবদ্ধ নিথর দেহ। শেষ বারের মতো তাদের দেখতেও পারেননি প্রিয়জনরা।

কানপুরের ভৈরবঘাট শ্মশানে জ্বলছে অসংখ্য চিতা। দাহ হচ্ছে কোভিডে মৃত রোগীদের দেহ।

গাজিয়াবাদের হিন্দনঘাট শ্মশানে প্রকাশ্যেই সারি করে রাখা হয়েছে মৃতদেহ। করোনার সঙ্গে যুদ্ধে তারা পরাজিত।

কানপুরের মতো ভোপালের শ্মশানেও জ্বলছে সারিবদ্ধ চিতা। দিনরাত সেখানে কোভিডে প্রাণ হারানো মানুষের অন্ত্যেষ্টিক্রিয়া চলছে।

দিল্লির এক শ্মশানঘাটে গণচিতার ব্যবস্থা করা হয়েছে। কোভিডরোগীর মৃতদেহ সংখ্যায় বেড়ে যাওয়ায় সব শ্মশানেই দেখতে হচ্ছে এই নিদারুণ দৃশ্য।

ট্যাগস

বনি আমার প্রেমিক ছিল না,ওর সঙ্গে আর সিনেমা করব না: ঋত্বিকা সেন

মৃত্যুপুরী এখন ভারত শ্মশানের সামনে দীর্ঘ লাশেরসারি

আপডেট সময় ০২:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

স্টাফ রিপোর্টারঃ  ভারতে করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৬ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে তিনদিনেই দেশটিতে করোনা সংক্রমণ পৌঁছেছে ১০ লাখের (৯.৯৪ লাখ) কাছাকাছি।

আজ শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় ভারতের করোনা সংক্রমণের কারণে প্রাণ হারিয়েছে ২,৬০০ জন।

সংক্রমণ বাড়ার কারণে দেশটির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন-সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করছে। আর সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়ছে লাফিয়ে। এর একসঙ্গে এত মানুষের মৃত্যুর কারণে ভিড় বাড়ছে শ্মশানগুলেতো।

সেখানে প্রিয় মানুষের শেষকৃত্যের জন্য লম্বা লাইন ধরতে হচ্ছে স্বজনদের। পরিস্থিতি মোকাবিলা করতে অনেক স্থানেই ব্যবস্থা করা হচ্ছে গণচিতার। খবর ও ছবি আনন্দবাজারের।


রাঁচির স্বর্ণরেখা শ্মশানঘাটে শেষকৃত্যের অপেক্ষায় সারিবদ্ধ নিথর দেহ। শেষ বারের মতো তাদের দেখতেও পারেননি প্রিয়জনরা।

কানপুরের ভৈরবঘাট শ্মশানে জ্বলছে অসংখ্য চিতা। দাহ হচ্ছে কোভিডে মৃত রোগীদের দেহ।

গাজিয়াবাদের হিন্দনঘাট শ্মশানে প্রকাশ্যেই সারি করে রাখা হয়েছে মৃতদেহ। করোনার সঙ্গে যুদ্ধে তারা পরাজিত।

কানপুরের মতো ভোপালের শ্মশানেও জ্বলছে সারিবদ্ধ চিতা। দিনরাত সেখানে কোভিডে প্রাণ হারানো মানুষের অন্ত্যেষ্টিক্রিয়া চলছে।

দিল্লির এক শ্মশানঘাটে গণচিতার ব্যবস্থা করা হয়েছে। কোভিডরোগীর মৃতদেহ সংখ্যায় বেড়ে যাওয়ায় সব শ্মশানেই দেখতে হচ্ছে এই নিদারুণ দৃশ্য।