ডেক্স রিপোর্ট : করোনা মুক্ত হয়েছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এ অভিনেতা।
বিষয়টি নিশ্চিত করে সোমবার (২০ এপ্রিল) তার মেয়ে নাতাশা হায়াত বলেন, ‘আলহামদুলিল্লাহ। আব্বার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন সুস্থ আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
গত ১ এপ্রিল আবুল হায়াতকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় বাবার জন্য জরুরি প্লাজমা চেয়ে ফেসবুকে আকুতি জানিয়েছিলেন নাতাশা হায়াত। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল বাসায় ফিরেছেন এ অভিনেতা।
বহুবছর ধরে টিভি নাটক, সিনেমা আর বিজ্ঞাপনে সফলতার সঙ্গে অভিনয় করে আসছেন আবুল হায়াত। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের প্রচুর নাটকে দেখা গেছে তাকে। আবুল হায়াত অভিনীত প্রথম নাটক ‘ইডিপাস’। ১৯৬৯ সালে ওই নাটকে অভিনয় করেছেন তিনি।