প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন। এর মধ্যে গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সর্বাধিক ৬টি’তে একক প্রার্থী রয়েছে আওয়ামী লীগের।
বুধবার বিকাল ৫টায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়সীমা অতিবাহিত হওয়ার পর ১৪ ইউনিয়নে একক প্রার্থী থাকায় তারা নির্বাচিত হতে যাচ্ছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৪ ইউনিয়নে একক প্রার্থী হলেন গৌরনদীর নলচিড়া ইউনিয়নে গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়ায় সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুরে নূর আলম সেরনিয়াবাত, বার্থীর আব্দুর রাজ্জাক, বাটাজোরে আব্দুর রব হাওলাদার ও চাঁদশীতে নজরুল ইসলাম, উজিরপুরের শোলক ইউনিয়নে আব্দুল হালিম সরদার, মুলাদী সদর ইউনিয়নে কামরুল আহসান, বানারীপাড়া সদর ইউনিয়নে আব্দুল জলিল ঘরামী, বিশারকান্দিতে সাইফুল ইসলাম শান্ত, ইলুহারে শহিদুল ইসলাম, সলিয়াবাকপুরে সিদ্দিকুর রহমান, উদয়কাঠির রাহাদ আহম্মেদ ননী এবং বাকেরগঞ্জের দুধল ইউনিয়নে গোলাম মোর্শেদ।
বরিশাল জেলায় ৫০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯৯ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৬টি ইউনিয়ন বাকেরগঞ্জের দুধল, গৌরনদীর বাটাজোর, খাঞ্জাপুর, চাঁদশী, মাহিলাড়া ও নলচিড়ায় একজন করে মনোনয়নপত্র জমা দেন।
বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮টি ইউনিয়নে একমাত্র আওয়ামী লীগ প্রার্থী ব্যতীত অন্যরাও মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে আর কোনও বাঁধা রইল না। যারা সবাই আওয়ামী লীগ মনোনীত।
৫০ ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১ হাজার ৬২১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৫১৬ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে একক প্রার্থী হওয়ায় ১৫ জন সাধারণ সদস্য এবং ২ জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।