কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি এখন বিশ্ববিদ্যালয় এলাকার নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন।
আজ শুক্রবার বিকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। বুধবার করোনার লক্ষণ অনুভব করলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
তিনি জানান, ‘বুধবার আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর থেকে বাসায় কোয়ারেন্টিনে আছি।’
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে অধ্যাপক মাকসুদ কামালের পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সেসময় আক্রান্ত হননি।