লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছ পড়ে বাবু মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে। পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আসাদুল হক আসাদ জানান, সকালে নিজ বাড়ির একটি গাছ কাটছিলেন তিনি। এ সময় হঠাৎ গাছ তার শরীরের পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।