রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে মঙ্গলবার (২ মার্চ) বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী। এদিকে, রাজশাহী থেকে সোমবার (১ মার্চ) আকস্মিক সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
সোমবার দুপুর পর্যন্ত সমাবেশের জন্য অনুমতি মেলেনি দলটির। এর পরও যেকোনো মূল্যে সমাবেশ সফল করতে চায় বিএনপি।
উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপি। সোমবার দুপুরে মহানগরীর পদ্মা গার্ডেনের একটি কনভেনশন সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বলা হয়, মঙ্গলবার বিএনপির বিভাগীয় সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হলেও প্রশাসন সমাবেশের স্থান গণকপাড়া, জিরোপয়েন্ট, মনিচত্বরের একটিও নির্দিষ্ট করেনি এবং সমাবেশের অনুমতি দেয়নি। অপরদিকে আশপাশের জেলা থেকে সব ধরনের বাস বন্ধ করে দিয়েছে। এতে প্রমাণিত হয় সমাবেশ করতে দিতে ভয় পাচ্ছে সরকার।
বিএনপি নেতাদের দাবি, বিভাগীয় সমাবেশের বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বললেও তারা বিষয়টি সুরাহা করেননি।
তাদের অভিযোগ, বিএনপির সমাবেশকে ঘিরে রাজশাহীতে কঠোর অবস্থানে গেছে প্রশাসন। সমাবেশ বানচাল করতে প্রশাসন ও সরকারি দল নানা তৎপরতা চালাচ্ছে। তবে সমাবেশ করার ব্যাপারে অনড় তারা। সব বাধা উপেক্ষা করে মঙ্গলবার সমাবেশে ঠিকই জনগণ আসবে বলেও দাবি করেন বিএনপি নেতারা।
এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ শীর্ষ নেতারা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং ভােট চুরি ও নিত্যপ্রয়ােজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে এ বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। সমাবেশে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ছয় মেয়র প্রার্থীসহ স্থানীয় ও দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।