ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo জন্মদিনে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেত্রী সামিনা পারভিন Logo পত্নীতলায় নেচে গেয়ে সারহুল পার্বণ উদযাপন Logo রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ Logo গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: প্রধান নির্বাচন কমিশনার Logo জনগণকে সেবাদানে ঢাকার প্রতিটি থানা হবে রোল মডেল: ডিআইজি রেজাউল করিম Logo যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ Logo চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেফতার Logo ১০০ কোটির ঘরে ‘রেইড ২’ Logo ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার Logo আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

বরিশালে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতক নিহত

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতক (বয়স ৩ দিন) নিহত হয়েছে।

আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের মধ্যে নবজাতকের মা, নানি ও অ্যাম্বুলেন্স চালকের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-বরিশাল মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবজাতক বরগুনা সদর উপজেলার এনায়েত খান ও জুই আক্তার দম্পতির কন্যাসন্তান।

দুর্ঘটনায় আহতরা হলেন-নবজাতকের মা জুঁই আক্তার, নানি ইতি বেগম, মামা মো. সাগর, অ্যাম্বুলেন্স চালক রেজাউল, হেলপার জহিরুল, নিহতের মামার বন্ধু প্রশান্ত কুমার এবং প্রতিবেশী শাহিনুর বেগম।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ বিন আলম জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন আগে সিজারের মাধ্যমে ইতি বেগম কন্যাসন্তান জন্ম দেন।

ওই নবজাতক পাঁচ মাসে ভূমিষ্ঠ হয়েছিল। জন্মানোর পর অসুস্থ ছিল শিশুটি। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর সোয়া ১টার দিকে তাকে নিয়ে স্বজনরা ঢাকার শিশু হাসপাতালের উদ্দেশে রওনা হন।

বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকা অতিক্রমকালে অ্যাম্বুলেন্স ও চরমোনাই মাহফিলগামী মুসুল্লিদের বহন করা অনিক পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা আট যাত্রীই আহত হন।

তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্য চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। আহতদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।

তবে মাহফিলগামী বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। মাহফিলগামী বাসটি ফরিদপুর থেকে বরিশাল যাচ্ছিল। দুর্ঘটনার কারণে ঘণ্টাখানেক মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা জানান, আহতদের মধ্যে ইতি বেগমের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক রেজাউলের দুই পা শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

জন্মদিনে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেত্রী সামিনা পারভিন

বরিশালে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতক নিহত

আপডেট সময় ০৬:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতক (বয়স ৩ দিন) নিহত হয়েছে।

আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের মধ্যে নবজাতকের মা, নানি ও অ্যাম্বুলেন্স চালকের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-বরিশাল মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবজাতক বরগুনা সদর উপজেলার এনায়েত খান ও জুই আক্তার দম্পতির কন্যাসন্তান।

দুর্ঘটনায় আহতরা হলেন-নবজাতকের মা জুঁই আক্তার, নানি ইতি বেগম, মামা মো. সাগর, অ্যাম্বুলেন্স চালক রেজাউল, হেলপার জহিরুল, নিহতের মামার বন্ধু প্রশান্ত কুমার এবং প্রতিবেশী শাহিনুর বেগম।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ বিন আলম জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন আগে সিজারের মাধ্যমে ইতি বেগম কন্যাসন্তান জন্ম দেন।

ওই নবজাতক পাঁচ মাসে ভূমিষ্ঠ হয়েছিল। জন্মানোর পর অসুস্থ ছিল শিশুটি। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর সোয়া ১টার দিকে তাকে নিয়ে স্বজনরা ঢাকার শিশু হাসপাতালের উদ্দেশে রওনা হন।

বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকা অতিক্রমকালে অ্যাম্বুলেন্স ও চরমোনাই মাহফিলগামী মুসুল্লিদের বহন করা অনিক পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা আট যাত্রীই আহত হন।

তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্য চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। আহতদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।

তবে মাহফিলগামী বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। মাহফিলগামী বাসটি ফরিদপুর থেকে বরিশাল যাচ্ছিল। দুর্ঘটনার কারণে ঘণ্টাখানেক মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা জানান, আহতদের মধ্যে ইতি বেগমের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক রেজাউলের দুই পা শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।