খুলনা প্রতিনিধি: খুলনা রেলস্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৪২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় স্টেশনের ১নং প্লাটফর্মের শেষ প্রান্তে এ ঘটনা ঘটে।
ঘটনস্থল থেকে খুলনা জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল হক বলেন, সকালে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ১নং প্লাটফর্ম থেকে ছেড়ে যায়। প্লাটফর্ম ছেড়ে কিছুদূর যেতেই ৪২ বছর বয়সী এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। তিনি বলেন, যেভাবে কাটা পড়েছে তাতে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তি নিজেই মাথা পেতে আত্মহত্যা করেছেন।