ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাড়ির পাশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার রতনকান্দি থেকে সুমন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের রতনকান্দি মাঠের ভেতরে রাখা গাছের ডালপালা ভেতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু সুমন থানার রতনকান্দি পূর্বপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও হোড়গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে সুমনকে রাত থেকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি জমিতে ইউক্যালিপটাস গাছের ডালপালার ভেতর থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত শরিফুলের বাবার সঙ্গে একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র হারুন-অর-রশিদ কালু আলী, আব্দুস সালাম, মোখলেসুর রহমান, মুকুল হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শিশুটি খুন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

সিরাজগঞ্জে বাড়ির পাশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার রতনকান্দি থেকে সুমন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের রতনকান্দি মাঠের ভেতরে রাখা গাছের ডালপালা ভেতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু সুমন থানার রতনকান্দি পূর্বপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও হোড়গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে সুমনকে রাত থেকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি জমিতে ইউক্যালিপটাস গাছের ডালপালার ভেতর থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত শরিফুলের বাবার সঙ্গে একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র হারুন-অর-রশিদ কালু আলী, আব্দুস সালাম, মোখলেসুর রহমান, মুকুল হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শিশুটি খুন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।