ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন (৩২) নামে ওমানফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোকন ওই গ্রামের মোস্তাফিজুরর রহমানের ছেলে। তিনি ১৫ দিন আগে ওমান থেকে দেশে আসেন। স্থানীয়রা জানান, নিহত খোকন দুই সন্তানের জনক।
গত ১৫ দিন আগে তিনি ওমান থেকে গ্রামের বাড়ি লালমোহনে আসেন। রবিবার সকালে তিনি বাড়ির পানির পাম্প মেরামত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।