সিলেটে প্রতিনিধি: সিলেটে মোবাইল ফোন বিক্রির টাকা নিয়ে বিরোধে রাজু দাস (২০) নামের এক তরুণ খুন হয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর আখালিয়া হাওলাদার পাড়ায় বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনে দুই বন্ধুর উপর্যপুরি ছুরিকাঘাতে মারা যান রাজু।
নিহত রাজু দাস হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৌকা গ্রামের দুলাল দাসের ছেলে। তিনি বর্তমানে নগরের আখালিয়া হাওলাদার পাড়ার গণেষ বাবুর বাসায় ভাড়া থাকতেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর আখালিয়া হাওলাদার পাড়ায় বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনের রাস্তায় রাজু দাসের সঙ্গে মোবাইল ফোন বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরে তার বন্ধু দুস্কি এলাকার সজিব দাস (১৭), তার মামা রুবেল দাসের (২৫) কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সজিব ও রুবেল ধারালো ছুরি দিয়ে রাজুকে এলোপাতাড়ি বুকের ডান পাশে, কোমরে, ডান হাতের কুনতে, উরু এবং পিঠে আঘাত করে পালিয়ে যায়।
পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।