ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া (৩৮) জামুরাইল গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। তারই জের ধরে বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া চলছিল।

একপর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে উভয় ভাইয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বড় ভাই সমুজ মিয়া (৬০) বল্লম দিয়ে ছোট ভাইকে আঘাত করেন। এতে ছোট ভাই পারভেজ মিয়া গুরুতর আহত হন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সমুজ আলীকে আটক করেছে পুলিশ। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

ট্যাগস

সুনামগঞ্জে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই

আপডেট সময় ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া (৩৮) জামুরাইল গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। তারই জের ধরে বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া চলছিল।

একপর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে উভয় ভাইয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বড় ভাই সমুজ মিয়া (৬০) বল্লম দিয়ে ছোট ভাইকে আঘাত করেন। এতে ছোট ভাই পারভেজ মিয়া গুরুতর আহত হন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সমুজ আলীকে আটক করেছে পুলিশ। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।