বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭তলা পোল্ট্রি ফার্মের লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতরা হলেন, পঞ্চগড় জেলা সদরের সাইফুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (১৯) ও একই জেলার বোদা থানার কামারমারিয়া গ্রামের ফাগুন দেবদাসের ছেলে নারায়ন দেবদাস (২৫)।
পোল্ট্রি ফার্মের ইনচার্জ আলমগীর হোসেন জানান, ৭তলা ভবনের প্রতিটি তলায় পোল্ট্রি ফার্ম রয়েছে। লিফটের মাধ্যমে প্রতিনিয়ত মুরগির খাবার পৌঁছানো হয়।
বুধবার ভোর সোয়া ৬টার দিকে নারায়ণ দেবনাথ ও রশিদুল ইসলাম নামে দুই শ্রমিক ৫০ কেজি ওজনের ৬ বস্তা খাবার নিয়ে লিফ্ট দিয়ে উপরে উঠছিলেন। ৬তলায় পৌঁছা মাত্র হঠাৎ করে লিফটের ওয়ার (মোটা তার) ছিঁড়ে নিচে পড়ে যায়।
এ সময় একজন মাথায় গুরুতর আঘাত পান। অপরজন শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।