ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খুবির তিন শিক্ষকের অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রভাষক গাইবান্ধার কৃতী সন্তান ও রাবির প্রাক্তন শিক্ষার্থী হৈমন্তী শুক্লা কাবেরীসহ শাকিলা আলমের অপসারণ এবং সহকারী অধ্যাপক আবুল ফজলকে বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।

সংগঠনের সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম শাহীনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রবিউল ইসলাম রুবেল, ছামিউল হক ইমু, সাজু আহমেদ, রাশেদুল ইসলাম রাশেদ, মোস্তাফিজুর রহমান মুকুল, সাব্বির রায়হান মুকুট, ফরহাদ হোসেন, অলি আহমেদ, অন্তর, নাহিদ হাসান প্রমুখ।


বক্তারা শিক্ষকদের অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনরায় তাদের কর্মস্থলে যোগদান, ছাত্রদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেয়া ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ১ জানুয়ারী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে আন্দোলনে নামে। ওই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান ওই তিন শিক্ষকসহ কয়েকজন শিক্ষক।

তাদের মধ্যে চারজনকে গত বছরের ১৩ অক্টোবর কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।

পরবর্তীতে চলতি বছরের ২৩ জানুয়ারী দুজন শিক্ষককে অপসারণ ও একজনকে বহিষ্কার করা হয়।

ট্যাগস
সর্বাধিক পঠিত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

খুবির তিন শিক্ষকের অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:৩৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১

গাইবান্ধা প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রভাষক গাইবান্ধার কৃতী সন্তান ও রাবির প্রাক্তন শিক্ষার্থী হৈমন্তী শুক্লা কাবেরীসহ শাকিলা আলমের অপসারণ এবং সহকারী অধ্যাপক আবুল ফজলকে বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।

সংগঠনের সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম শাহীনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রবিউল ইসলাম রুবেল, ছামিউল হক ইমু, সাজু আহমেদ, রাশেদুল ইসলাম রাশেদ, মোস্তাফিজুর রহমান মুকুল, সাব্বির রায়হান মুকুট, ফরহাদ হোসেন, অলি আহমেদ, অন্তর, নাহিদ হাসান প্রমুখ।


বক্তারা শিক্ষকদের অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনরায় তাদের কর্মস্থলে যোগদান, ছাত্রদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেয়া ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ১ জানুয়ারী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে আন্দোলনে নামে। ওই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান ওই তিন শিক্ষকসহ কয়েকজন শিক্ষক।

তাদের মধ্যে চারজনকে গত বছরের ১৩ অক্টোবর কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।

পরবর্তীতে চলতি বছরের ২৩ জানুয়ারী দুজন শিক্ষককে অপসারণ ও একজনকে বহিষ্কার করা হয়।