স্টাফ রিপোর্টার নওগাঁ: পুরুষ্কার বিতরণ ও আলোচনার মাধ্য দিয়ে নওগাঁয় ৩ দিন ব্যাপী বিজ্ঞাণ মেলা শেষ হয়েছে । সোমবার বিকেলে নওগাঁ বিয়াম ল্যাবরেটরী স্কুল কলেজ মাঠে সমাপনী অনুষ্টানে তরুণ বিজ্ঞানী ও সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল্লাহেল বাকী । নওগাঁ মুক্তিযোদ্ধা সংসদের সাবে কমান্ডার হারুন-অর- রশীদ, অধ্যক্ষ (অব) শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হান, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান প্রমুখ ।
তরুণ প্রজন্ম কে নতুন নতুন আবিস্কার করার জন্য আরো বেশি বিজ্ঞান চর্চা বাড়ানোর আহবান জানান বক্তারা । নতুন আবিস্কার নিয়ে মেলায় ৫৩ টি স্টল দেয় শিক্ষার্থীরা ।
অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিরা । শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরো বেশি এগিয়ে আসার আহবান জানান বক্তারা।