সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যা মামলার এক আসামীকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামী জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার হাসিবুল আলম।
তিনি জানান, নির্বাচনে ভরাডুবির আশংকা করেই পরাজিত প্রার্থী শাহাদৎ হোসেন বুদ্দিন তার বাড়িসহ আশেপাশে অস্ত্রশস্ত্র মজুদ করেন। এছাড়া পরাজিত হলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য লোকও নিয়ে আসেন।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি। কাজ করেন ঢাকায়। নির্বাচনের তিনদিন আগে তিনি সিরাজগঞ্জে এসে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার আরও জানান, নির্বাচনের দিন বুদ্দিন পরাজিত হলে নিজেরাই হট্টগোল সৃষ্টি করে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলামকে ছুরিকাঘাত করেন।
পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার এজাহারভূক্ত অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।