স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁ পৌর নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইকবাল শাহরিয়ার রাসেল। তিনি নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী হয়ে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ইশতেহার ঘোষণা করেন।
তিনি বলেন, পৌর নির্বাচন করবেন জানিয়ে আগেই ঘোষণা দিয়েছিলেন। মনোনয়ন উত্তোলণের পর থেকে বিভিন্ন বাধার স্বীকার হয়েছি। যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল করা হলেও পরে হাইকোর্ট থেকে বৈধতা পায়। ফলে মাঠে নামতে কিছুটা বিলম্ব হয়েছে।
তিনি আরও বলেন, ভোটারদের কাছে প্রতাশ্যা প্রতীক না, ব্যক্তি দেখে ভোট দিবেন। নির্বাচিত হলে, আমার অফিস হবে আপনাদের অফিস। আর পৌরভবন হবে আপনাদের বাড়ি।
নির্বাচনী ইশতেহারে তিনি উল্লেখ করেছেন- শহরবাসীর দৈনন্দিন সমস্যা জানানোর জন্য প্রতি ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে নিয়ে মতবিনিময় সভা করা হবে যেখানে ওয়ার্ডবাসীরা প্রকাশ্যে কথা বলার সুযোগ থাকবে। অনলাইনে পৌরকর প্রদানের জন্য পৌরভবনের একটি অনলাইন পেইজ এবং ডাটা ব্যাংক চালু করা হবে।
এছাড়া শহরের সন্ত্রাস দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে পুরো পৌরসভা সিসি ক্যামেরার আওতায় আনা হবে।উল্লেখ্য, ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে নওগাঁ পৌর নির্বাচন। পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা এক লাখ ১৬ হাজার ২৪০। মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।