ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তসরিফা ইন্ডাস্ট্রিজ ফেব্রিক ডিভিসনের রিফ্রেশমেন্ট ডে প্রোগ্রাম অনুষ্টিত

স্টাফ রিপোর্টারঃ   গ্রামীন ঐতিহ্যবাহী খেলাধুলা, পিঠা উৎসব,মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো তসরিফা ইন্ডাস্ট্রিজ ফেব্রিক ডিভিসনের রিফ্রেশমেন্ট ডে প্রোগ্রাম।

কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে উৎসাহ ও উদ্দিপনা সৃষ্টি করে কাজে মনোযোগী করাই ছিল এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য।

রিফ্রেশমেন্ট ডে প্রোগ্রামে উপস্থিত ছিলেন নর্দান তসরিফা গ্রুপের চীপ এক্সিকিউটিভ অফিসার নাইম হাসান সাহেব ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেকটর ,মহিম হাসান সাহেব . কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়েছিল।

উদ্ভোদনী বক্তব্য দেন চিপ অপারেটিং অফিসার আরমানুল আজিম সাহেব এবং স্বাগত বক্তব্য দিয়েছিলেন সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান সাহেব। শুভেচ্ছা বক্তব্য দিয়েছিলেন সিনিয়র ম্যানেজার ফয়সাল সাহেব ও কাজল সাহেব । সপথ বাক্য পাঠ করেছিলেন সিনিয়র ম্যানেজার  কামরুজ্জামান সাহেব এই প্রোগ্রাম উপভোগ করতে এসে কোম্পানির ম্যানেজার ডিরেক্টর মহিম সাহেব বলেন,”আমাদের সকলের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ফেব্রিক ডিভিশনের ধারাবাহিক ভাবে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন”।

কোম্পানির চীপ এক্সিকিউটিভ অফিসার নাইম হাসান সাহেব বলেন,” পন্যের গুনগতমান ও ডেলিভারি ডেট ঠিক রেখে সকলকে ক্রেতার সন্তোষটি অর্জনে কাজ করতে হবে। এই প্রোগ্রামে আসা একজন অপারেটর বলেন,” এ ধরনের আয়োজনে তারা খুব খুশি। তারা প্রতিবছরই এ ধরনের আয়োজন চায় “. এই প্রোগ্রামে নিম্নোক্ত ইভেন্ট গুলো ছিল।

  1. আন্ত: ডিপার্টমেন্টাল ক্রিকেট খেলার ফাইনাল ইভেন্ট চ্যাম্পিয়ান দল:ডাইং ও ফিনিশিং রানার্স আপ দল: নিটিং।
  2. আন্ত: ডিপার্টমেন্টাল ভলিবল খেলার ফাইনাল ইভেন্ট . চ্যাম্পিয়ান দল:নিটিং রানার্স আপ দল: ল্যাবরেটরী।
  3. রশি টানাটানি।
  4. বেলুন ফাটানো।
  5. স্নেক গেম।
  6. সংকেত পিছনে থেকে সামনে পাঠানো।
  7. চোখ বেধে বাক্সে বল ফেলানো।
  8. তেলমাখা বাশ বেয়ে উপরে উঠা।
  9. মোরগ লড়াই।
  10. চোখ বেধে পাতিল ফাটানো সহ অনেক ইভেন্ট।
  11. সাস্কৃতিক অনুষ্ঠান।
  12. সবার জন্য নাস্তা, মধ্যাহ্ন ভোজএবং বিকেলে পিঠা উৎসবের বাবস্থা।
  13. বেষ্ট ইমপ্লোয়ী নির্বাচন।
  14. লটারী/র্যাফের ফেল ড্র।

সবশেষে পুরুষ্কার বিতরণী। সর্বপরি দিনটি সবার জন্য খুব আনন্দের ছিল।

ট্যাগস
সর্বাধিক পঠিত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

তসরিফা ইন্ডাস্ট্রিজ ফেব্রিক ডিভিসনের রিফ্রেশমেন্ট ডে প্রোগ্রাম অনুষ্টিত

আপডেট সময় ০৬:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১

স্টাফ রিপোর্টারঃ   গ্রামীন ঐতিহ্যবাহী খেলাধুলা, পিঠা উৎসব,মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো তসরিফা ইন্ডাস্ট্রিজ ফেব্রিক ডিভিসনের রিফ্রেশমেন্ট ডে প্রোগ্রাম।

কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে উৎসাহ ও উদ্দিপনা সৃষ্টি করে কাজে মনোযোগী করাই ছিল এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য।

রিফ্রেশমেন্ট ডে প্রোগ্রামে উপস্থিত ছিলেন নর্দান তসরিফা গ্রুপের চীপ এক্সিকিউটিভ অফিসার নাইম হাসান সাহেব ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেকটর ,মহিম হাসান সাহেব . কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়েছিল।

উদ্ভোদনী বক্তব্য দেন চিপ অপারেটিং অফিসার আরমানুল আজিম সাহেব এবং স্বাগত বক্তব্য দিয়েছিলেন সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান সাহেব। শুভেচ্ছা বক্তব্য দিয়েছিলেন সিনিয়র ম্যানেজার ফয়সাল সাহেব ও কাজল সাহেব । সপথ বাক্য পাঠ করেছিলেন সিনিয়র ম্যানেজার  কামরুজ্জামান সাহেব এই প্রোগ্রাম উপভোগ করতে এসে কোম্পানির ম্যানেজার ডিরেক্টর মহিম সাহেব বলেন,”আমাদের সকলের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ফেব্রিক ডিভিশনের ধারাবাহিক ভাবে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন”।

কোম্পানির চীপ এক্সিকিউটিভ অফিসার নাইম হাসান সাহেব বলেন,” পন্যের গুনগতমান ও ডেলিভারি ডেট ঠিক রেখে সকলকে ক্রেতার সন্তোষটি অর্জনে কাজ করতে হবে। এই প্রোগ্রামে আসা একজন অপারেটর বলেন,” এ ধরনের আয়োজনে তারা খুব খুশি। তারা প্রতিবছরই এ ধরনের আয়োজন চায় “. এই প্রোগ্রামে নিম্নোক্ত ইভেন্ট গুলো ছিল।

  1. আন্ত: ডিপার্টমেন্টাল ক্রিকেট খেলার ফাইনাল ইভেন্ট চ্যাম্পিয়ান দল:ডাইং ও ফিনিশিং রানার্স আপ দল: নিটিং।
  2. আন্ত: ডিপার্টমেন্টাল ভলিবল খেলার ফাইনাল ইভেন্ট . চ্যাম্পিয়ান দল:নিটিং রানার্স আপ দল: ল্যাবরেটরী।
  3. রশি টানাটানি।
  4. বেলুন ফাটানো।
  5. স্নেক গেম।
  6. সংকেত পিছনে থেকে সামনে পাঠানো।
  7. চোখ বেধে বাক্সে বল ফেলানো।
  8. তেলমাখা বাশ বেয়ে উপরে উঠা।
  9. মোরগ লড়াই।
  10. চোখ বেধে পাতিল ফাটানো সহ অনেক ইভেন্ট।
  11. সাস্কৃতিক অনুষ্ঠান।
  12. সবার জন্য নাস্তা, মধ্যাহ্ন ভোজএবং বিকেলে পিঠা উৎসবের বাবস্থা।
  13. বেষ্ট ইমপ্লোয়ী নির্বাচন।
  14. লটারী/র্যাফের ফেল ড্র।

সবশেষে পুরুষ্কার বিতরণী। সর্বপরি দিনটি সবার জন্য খুব আনন্দের ছিল।