ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর শোকে মারা গেলেন স্বামী

পটুয়াখালী প্রতিনিধি: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন নাদিয়া আক্তার কলি (২০)। ওই অসুস্থতায় না ফেরার দেশে চলে যান তিনি। এ খবর পৌঁছে স্বামী মোস্তফা আকনের (২৭) কাছে। শুনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দম্পতি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মৃত নাদিয়া সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় গাইনি ওয়ার্ডে ভর্তি হন।

৮টা ১০ মিনিটে তিনি মারা যান। এর আগে ৬ জানুয়ারি শহরের মায়ো ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন নাদিয়া।

নিহতের স্বজন সাদ্দাম হোসেন বলেন, বুধবার (১৩ জানুয়ারি) রাতে স্ত্রী নাদিয়া আক্তার কলি অসুস্থ হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে স্বামী মোস্তফা আকন স্ত্রীর জন্য হাসপাতালের সামনের দোকানে ওষুধ কিনতে যান। মোবাইলে স্ত্রীর মৃত্যুর খবর শুনে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পারিবারিক সূত্র জানায়, ছয় বছর আগে মোস্তফা আকনের সঙ্গে পটুয়াখালী জেলা শহরের টাউন কালিকাপুর এলাকায় মৃত মকবুল হোসেনের মেয়ে নাদিয়া আক্তার কলির বিয়ে হয়।

মোস্তফা শহরের ফজিলাতুননেছা পলিটেকনিক ইনস্টিটিউটে খণ্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিকেলে জানাজা শেষে দম্পতিকে গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে।

ট্যাগস

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর শোকে মারা গেলেন স্বামী

আপডেট সময় ০৭:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

পটুয়াখালী প্রতিনিধি: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন নাদিয়া আক্তার কলি (২০)। ওই অসুস্থতায় না ফেরার দেশে চলে যান তিনি। এ খবর পৌঁছে স্বামী মোস্তফা আকনের (২৭) কাছে। শুনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দম্পতি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মৃত নাদিয়া সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় গাইনি ওয়ার্ডে ভর্তি হন।

৮টা ১০ মিনিটে তিনি মারা যান। এর আগে ৬ জানুয়ারি শহরের মায়ো ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন নাদিয়া।

নিহতের স্বজন সাদ্দাম হোসেন বলেন, বুধবার (১৩ জানুয়ারি) রাতে স্ত্রী নাদিয়া আক্তার কলি অসুস্থ হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে স্বামী মোস্তফা আকন স্ত্রীর জন্য হাসপাতালের সামনের দোকানে ওষুধ কিনতে যান। মোবাইলে স্ত্রীর মৃত্যুর খবর শুনে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পারিবারিক সূত্র জানায়, ছয় বছর আগে মোস্তফা আকনের সঙ্গে পটুয়াখালী জেলা শহরের টাউন কালিকাপুর এলাকায় মৃত মকবুল হোসেনের মেয়ে নাদিয়া আক্তার কলির বিয়ে হয়।

মোস্তফা শহরের ফজিলাতুননেছা পলিটেকনিক ইনস্টিটিউটে খণ্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিকেলে জানাজা শেষে দম্পতিকে গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে।