ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর বদলগাছীতে ৯০ বস্তা ছিনতাই করা ময়দা উদ্ধার

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁর বদলগাছী থানা পুলিশ ৯০ বস্তা চোরাই ময়দা উদ্ধার করেছে। বদলগাছী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকার ইসমাইল ময়দা মিল থেকে জয়পুরহাটের ব্যবসায়ী মুক্তা সাহার আড়তে দুই ট্রাক বোঝাই ময়দা আসার পথে একটি ট্রাক ছিনতাই হয়।

এ ব্যাপারে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে ধামইরহাট থানা পুলিশ ইসবপুর গ্রামের একটি ইটভাটা থেকে ১৩০ বস্তা ময়দা উদ্ধার করে।

সোমবার দিবাগত রাতে ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে থানার ইন্সপেক্টর (তদন্ত) রায়হান হোসেন অভিযান চালিয়ে বদলগাছী উপজেলা সদরের মশি মশিউর ট্রেডার্সের মালিক বদলগাছী সরকারী কলেজ পাড়া এলাকার দলিল লেখক নজির মুহুরীরউর ট্রেডার্সের গুদাম ঘর থেকে বাকী ৯০ বস্তা ময়দা উদ্ধার করেন।

বস্তাগুলোতে ইসমাইল ময়দা লেখা মনোগ্রাম রয়েছে। ছেলে মশিউর রহমান (৩৫) পলাতক রয়েছে বলেও পুলিশ জানায়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁর বদলগাছীতে ৯০ বস্তা ছিনতাই করা ময়দা উদ্ধার

আপডেট সময় ০৬:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁর বদলগাছী থানা পুলিশ ৯০ বস্তা চোরাই ময়দা উদ্ধার করেছে। বদলগাছী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকার ইসমাইল ময়দা মিল থেকে জয়পুরহাটের ব্যবসায়ী মুক্তা সাহার আড়তে দুই ট্রাক বোঝাই ময়দা আসার পথে একটি ট্রাক ছিনতাই হয়।

এ ব্যাপারে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে ধামইরহাট থানা পুলিশ ইসবপুর গ্রামের একটি ইটভাটা থেকে ১৩০ বস্তা ময়দা উদ্ধার করে।

সোমবার দিবাগত রাতে ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে থানার ইন্সপেক্টর (তদন্ত) রায়হান হোসেন অভিযান চালিয়ে বদলগাছী উপজেলা সদরের মশি মশিউর ট্রেডার্সের মালিক বদলগাছী সরকারী কলেজ পাড়া এলাকার দলিল লেখক নজির মুহুরীরউর ট্রেডার্সের গুদাম ঘর থেকে বাকী ৯০ বস্তা ময়দা উদ্ধার করেন।

বস্তাগুলোতে ইসমাইল ময়দা লেখা মনোগ্রাম রয়েছে। ছেলে মশিউর রহমান (৩৫) পলাতক রয়েছে বলেও পুলিশ জানায়।