পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঝলসা গ্রামের মৃত নবাব আলীর ছেলে আব্দুর রহমান (৪৫), একই জেলার ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল খালেক (৩২) এবং মসলেমপুর বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিছুর রহমান (৪২)।
আব্দুর রহমান পেশায় করিমন (অটোভ্যান) চালক আর অপর দুজন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ম্যাক্স এবং রোইনওয়ার্ল্ড কোম্পানির শ্রমিক ছিলেন।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রোববার (৩ জানুয়ারি) সকালে করিমনচালক রহমান পাকশী থেকে আওতাপাড়া হাট এলাকায় যাচ্ছিল।
সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর কদিমপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাক করিমনকে সামনে থেকে ধাক্কা দেয়।
এতে রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রহমানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।
এর আগে সকাল ৭টার দিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা থেকে রূপপুর প্রকল্পের শ্রমিকরা নসিমন করে কাজে যাচ্ছিলেন।
নসিমন লালনশাহ সেতুর পূর্ব পাশের পাকশী টোল প্লাজার গোলচত্বর এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নসিমনের নিচে চাপা পড়ে খালেক ঘটনাস্থলেই মারা যান।
অন্যদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নসিমনটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, নিহত দুইজনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি।