ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলা কেমিষ্ট এন্ড ডাগিষ্ট সমিতির “সভাপতি পল্লব” ও ”সহ সভাপতি হেলাল”

অনুষ্টানে প্রধান আলোচক বিসিডিএস এর সভাপতি আতাউর রহমান

এইচএম শাহারীয়ার, পত্নীতলা, নওগাঁ প্রতিনিধিঃ পত্নীতলা উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ১৭সদস্য বিশিস্ট কমিটি ঘোষণা  করা হয়েছে । এতে পল্লব কে সভাপতি এবং হেলাল কে সিনিয়র সহ  সহ -সভাপতি মনোনিত করা হয় ।  

রবিবার নজিপুর  জেলা পরিষদ আধুনিক ডাক বাংলোয় বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিস্টস  সমিতির ‘‘কেমিষ্টস্ সমাবেশ’’অনুষ্ঠিত হয়।  এ সমাবেশে ঘোষনা করা হয় কমিটি ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  আব্দুল গাফ্ফার, বিশেষ অতিথি হিসাবেউ পস্থিত ছিলেন  মো: লিটন সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ।   পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  আব্দুল খালেক চৌধুরী । উপজেলা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: খালিদ সাইফুল্লাহ্ । অনুষ্টানে  প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক  ও জেলা  সভাপতি   আতাউর রহমান  খোকা । এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক গন ।
মুখ‌্য বক্তা অাতাউর রহমান তার  বক্তব্যে বলেন, ঔষধ ব্যবসা একটি কল্যন মূলক ব্যবসা। মানুষের সাথে সেবার মানসিকতা নিয়ে এ ব্যবসা ধরে রাখতে হবে। দীর্ঘ দিন ধরে  নজিপুর ঔষধের ব্যবসার যে, সুনাম তা একদিনে গড়ে ওঠেনি । আগামীতেও সুনাম ও সততার সাথে ব্যবসা পরিচালনার আহবান জানান তিনি ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার বলেন, আশা করি নব গটিত কমিটি অত্যান্ত দক্ষতার সাথে সেবার মানষিকতা নিয়ে ওষুধ ব্যবসা এগিয়ে নিয়ে যাবে ।

প্রধান আলোচক তার বক্তব্যে কমিটির নাম ঘোষনা করেন কমিটির সভাপতি হিসাবে হাসান মুহাম্মদ শাহরিয়ার‘পল্লব’ কে সভাপতি মো: হেলাল কে সহ: সভাপতিহিসাবে ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন জুয়েল,কানু, সোহেল, তালেব, কালাম, শামীম, মশিউর,আব্দুলকরিম, গোলাম রব্বানী,আশরাফুল।

হাসান শাহরিয়া পল্লব কে সভাপতি ঘোষনা করা হয়

 

। দীর্ঘ ২ ঘন্টাব্যাপি এই অনুষ্ঠানের সভাপতি হাসান মুহাম্মদ শাহরিয়ার পল্লব সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

 

ট্যাগস

পত্নীতলা কেমিষ্ট এন্ড ডাগিষ্ট সমিতির “সভাপতি পল্লব” ও ”সহ সভাপতি হেলাল”

আপডেট সময় ০৮:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

এইচএম শাহারীয়ার, পত্নীতলা, নওগাঁ প্রতিনিধিঃ পত্নীতলা উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ১৭সদস্য বিশিস্ট কমিটি ঘোষণা  করা হয়েছে । এতে পল্লব কে সভাপতি এবং হেলাল কে সিনিয়র সহ  সহ -সভাপতি মনোনিত করা হয় ।  

রবিবার নজিপুর  জেলা পরিষদ আধুনিক ডাক বাংলোয় বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিস্টস  সমিতির ‘‘কেমিষ্টস্ সমাবেশ’’অনুষ্ঠিত হয়।  এ সমাবেশে ঘোষনা করা হয় কমিটি ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  আব্দুল গাফ্ফার, বিশেষ অতিথি হিসাবেউ পস্থিত ছিলেন  মো: লিটন সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ।   পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  আব্দুল খালেক চৌধুরী । উপজেলা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: খালিদ সাইফুল্লাহ্ । অনুষ্টানে  প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক  ও জেলা  সভাপতি   আতাউর রহমান  খোকা । এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক গন ।
মুখ‌্য বক্তা অাতাউর রহমান তার  বক্তব্যে বলেন, ঔষধ ব্যবসা একটি কল্যন মূলক ব্যবসা। মানুষের সাথে সেবার মানসিকতা নিয়ে এ ব্যবসা ধরে রাখতে হবে। দীর্ঘ দিন ধরে  নজিপুর ঔষধের ব্যবসার যে, সুনাম তা একদিনে গড়ে ওঠেনি । আগামীতেও সুনাম ও সততার সাথে ব্যবসা পরিচালনার আহবান জানান তিনি ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার বলেন, আশা করি নব গটিত কমিটি অত্যান্ত দক্ষতার সাথে সেবার মানষিকতা নিয়ে ওষুধ ব্যবসা এগিয়ে নিয়ে যাবে ।

প্রধান আলোচক তার বক্তব্যে কমিটির নাম ঘোষনা করেন কমিটির সভাপতি হিসাবে হাসান মুহাম্মদ শাহরিয়ার‘পল্লব’ কে সভাপতি মো: হেলাল কে সহ: সভাপতিহিসাবে ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন জুয়েল,কানু, সোহেল, তালেব, কালাম, শামীম, মশিউর,আব্দুলকরিম, গোলাম রব্বানী,আশরাফুল।

হাসান শাহরিয়া পল্লব কে সভাপতি ঘোষনা করা হয়

 

। দীর্ঘ ২ ঘন্টাব্যাপি এই অনুষ্ঠানের সভাপতি হাসান মুহাম্মদ শাহরিয়ার পল্লব সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।