স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির উদ্যোগে জেলার ঔষধ ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছে ওষুধ ব্যবসায়ীরা | মত বিনিময় সভায় নিম্নমান ও ভেজাল ওষুধ বিক্রয় ব্যাপারে কঠোর অবস্থান ব্যক্ত করেন সমিতির নেতৃবৃন্দরা |
জীবন রক্ষাকারী ওষুধ বিক্রয় ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থেকে কারবার করার আহ্বান জানানো হয় সভায় |কোন নামসর্বস্ব কোম্পানির দ্বারা প্রলুদ্ধ না হয়ে নীতি-নৈতিকতার সাথে ব্যবসা করার তাগিদ দেন বক্তারা |
বৃহস্পতিবার দুপুর 12 টায় নওগাঁ জেলার ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার এগারটি উপজেলার ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলার ড্রাগ এন্ড কেমিস্ট এর ঔষধ তত্ত্বাবধায়ক, তাহামিদ জামিল, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক ও নওগাঁ জেলা বি সি ডি এস এর সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় ব্যবসায়ীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় |
সভাপতি তার বক্তব্য তুলে ধরেন অসাধু পন্থা অবলম্বন করে কোন ব্যবসায়ী ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রি করলে বিসিডিএস সমিতি থেকে তার নাম বাদ দেওয়া সহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি |