ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জ্যোতির্বিজ্ঞানী এফআর সরকার মারা গেছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহ-সভাপতি ও বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী এফআর সরকার (৮২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের মৃত মুনছুর আলী সরকারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এফআর সরকার বাংলাদেশে প্রায় ৪৫ বছর ধরে মহাকাশবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘের সঙ্গে কাজ করেছেন। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে মহাকাশের শূন্য অভিকর্ষ অনুধাবন করেন।

এছাড়া শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ গবেষণা নিয়ে উৎসাহিত করতে কাজ করেন। এজন্য যমুনার কোলঘেঁষা এনায়েতপুরে মহাকাশ ভবন নির্মাণ করেন। প্রায় দুই যুগ ধরে বিশ্ব মহাকাশ সপ্তাহ পালনে বাংলাদেশের মূল অনুষ্ঠান এনায়েতপুরে উদযাপন করেন।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এই জ্যোতির্বিজ্ঞানী। এছাড়া এনায়েতপুর উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডল, সাবেক সংসদ সদস্য ও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ মণ্ডল, এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আবদুস সামাদ খান ও সাধারণ সম্পাদক রফিক মোল্লাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

জ্যোতির্বিজ্ঞানী এফআর সরকার মারা গেছেন

আপডেট সময় ০৪:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহ-সভাপতি ও বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী এফআর সরকার (৮২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের মৃত মুনছুর আলী সরকারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এফআর সরকার বাংলাদেশে প্রায় ৪৫ বছর ধরে মহাকাশবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘের সঙ্গে কাজ করেছেন। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে মহাকাশের শূন্য অভিকর্ষ অনুধাবন করেন।

এছাড়া শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ গবেষণা নিয়ে উৎসাহিত করতে কাজ করেন। এজন্য যমুনার কোলঘেঁষা এনায়েতপুরে মহাকাশ ভবন নির্মাণ করেন। প্রায় দুই যুগ ধরে বিশ্ব মহাকাশ সপ্তাহ পালনে বাংলাদেশের মূল অনুষ্ঠান এনায়েতপুরে উদযাপন করেন।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এই জ্যোতির্বিজ্ঞানী। এছাড়া এনায়েতপুর উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডল, সাবেক সংসদ সদস্য ও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ মণ্ডল, এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আবদুস সামাদ খান ও সাধারণ সম্পাদক রফিক মোল্লাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।