প্রয়াত জেমস বন্ড তারকা শন কনারি’র ব্যবহৃত একটি পিস্তল নিলামে উঠেছে। হলিউডের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে পিস্তলটি। ১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘ডক্টর নো’ ছবির সেই পিস্তলটি নিলামে তোলা হলো।
গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে পিস্তলটি ২ লাখ ৫৬ হাজার ডলারে বিক্রি করা হয়।
জুলিয়েনস অকশন জানিয়েছে, আধাস্বয়ংক্রিয় ওয়াল্টার পিপি পিস্তলটির নিলামের মধ্য দিয়ে হলিউডের ইতিহাসে আগের বিক্রির সব রেকর্ড ছাড়িয়েছে।
ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড। ইয়ান ফ্লেমিংসের সিরিজের প্রথম ছবি ‘ড. নো’- তে অনবদ্য অভিনয় করে সবার মন কাড়েন শন কনারি। চলচ্চিত্রটিতে তার ব্যবহৃত আধা স্বয়ংক্রিয় পিস্তলটিও সবার কাছে পরিচিত পায়।
জেমস বন্ড আর এই পিস্তল যেন একটা আরেকটার পরিপূরক হয়ে ওঠে। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ৯০ বছর বয়সে মারা যান শন কনারি।