মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে জোরপূর্বকভাবে অন্যের সম্পত্তি দখল করে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে।
এতে বাধা প্রদান করতে গেলে মারপিটসহ খুন জখমের হুমকি দেয়া হচ্ছে বলে জানান ভ‚ক্তভোগী। ঘটনাটি ঘটেছে, উপজেলার সফাপুর ইউনিয়নের হাতিমন্ডলা গ্রামে।
জানাগেছে, হাতিমন্ডলা গ্রামের মৃত ধিরেন্দ্রনাথের ছেলে সঞ্জয় ওরফে কানাই চন্দ্রের সাথে একই এলাকার প্রতিপক্ষ বিরেন্দ্রনাথের ছেলে সমিরন এবং সুদর্শন উভয় পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো ।
এরই জের ধরে বাঁশঝাড় এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছ কর্তনসহ ক্ষমতার দাপট দেখিয়ে গত কয়েকদিন যাবৎ ভেকু মেশিন দিয়ে দেদারছে পুকুর খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন সমিরন গংরা। এরপর আদালতের আদেশ অমান্য করে অবৈধভাবে পুকুর খনন বন্ধে প্রসাসনের হস্তক্ষেপ কামনা করেন অসহায় কানাই চন্দ্র।
অভিযুক্ত সমিরন এবং সুদর্শন জানায় যে, কারো সম্পত্তি দখল করে পুকুর খনন করছেন না । বরং তাদের নিজেস্ব জমিতেই পুকুর খনন করছেন তারা । তবে ওই জমিটি নিয়ে আদলতে একটি বাটোয়ারা মামলা চলমান আছে বলেও স্বীকার করেন তার।
তৎক্ষণিকভাবে বিষয়টি জানার পর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবারক হোসেন ঘটনাস্থল পরিদর্শনসহ পুকুর খনন বন্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করায় মহাদেবপুর উপজেলা প্রসাশনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা ।