গ্রেগ ব্লারকে পেশায় একজন আইনজীবী। ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে। শশাঙ্ক মনোহারের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হলেন বারক্লে। স্বাধীনভাবে আইসিসির দায়িত্বগ্রহণ করায় নিউজিল্যান্ডের পদ দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে তাকে।২০১৫ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের অন্যতম পরিচালক ছিলেন তিনি।
ক্রীড়া ডেক্সঃ আইসিসির নতুন চেয়ারম্যান হলেন গ্রেগ বারক্লে। তিনি ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান।
গত জুলাইয়ে শশাঙ্ক মনোহার দায়িত্ব থেকে পদত্যাগের পর আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ইমরান খাজা। এবার তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন গ্রেগ বারক্লে।