ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

ধামইরহাটে একই বাড়ি থেকে দু‘টি ইজিপাওয়ার চুরি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর ধামইরহাটে চার্জে থাকা অবস্থায় এক বাড়ির দরজা ভেঙ্গে একই রাতের মধ্যে দু‘টি ইজিপাওয়ার (ব্যাটারি চালিত) গাড়ি চুরি করে নিয়ে গেছে চোর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত ধুরইল সরদার পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া অবদি এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরীর করণের প্রক্রিয়া চলছিল।

জানা গেছে, ওই এলাকার মৃত নুরুল হক সরদারের ছেলে মো. হাবীব সরদারের নিজ বাড়ির গোডাউন ঘরে সে তার নিজ ইজিপাওয়ার এবং একই গ্রামের মৃত শতের সোনারের ছেলে মো. জিল্লুর সোনার তারা উভয়ই এক সাথে ওই গোডাউন ঘরে চার্জ দিয়ে আসছিলেন।

প্রতিদিনের ন্যায় ওইদিন রাতে তারা দুজন গাড়ি চার্জে লাগালে সকালে দেখেন ওই গোডাউন ঘরের বাইরের দরজা ভেঙ্গে ১টি লাল ও ১টি নীল কালারের ইজিপাওয়ার চুরি করে নিয়ে যায় চোর চক্র।

চুরি হওয়া দু‘টি ইজিপাওয়ারের দাম প্রায় আড়াই থেকে ৩ লক্ষ টাকা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান,এখনো কোন অভিযোগ কেই করেনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

ট্যাগস

ধামইরহাটে একই বাড়ি থেকে দু‘টি ইজিপাওয়ার চুরি

আপডেট সময় ০৬:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর ধামইরহাটে চার্জে থাকা অবস্থায় এক বাড়ির দরজা ভেঙ্গে একই রাতের মধ্যে দু‘টি ইজিপাওয়ার (ব্যাটারি চালিত) গাড়ি চুরি করে নিয়ে গেছে চোর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত ধুরইল সরদার পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া অবদি এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরীর করণের প্রক্রিয়া চলছিল।

জানা গেছে, ওই এলাকার মৃত নুরুল হক সরদারের ছেলে মো. হাবীব সরদারের নিজ বাড়ির গোডাউন ঘরে সে তার নিজ ইজিপাওয়ার এবং একই গ্রামের মৃত শতের সোনারের ছেলে মো. জিল্লুর সোনার তারা উভয়ই এক সাথে ওই গোডাউন ঘরে চার্জ দিয়ে আসছিলেন।

প্রতিদিনের ন্যায় ওইদিন রাতে তারা দুজন গাড়ি চার্জে লাগালে সকালে দেখেন ওই গোডাউন ঘরের বাইরের দরজা ভেঙ্গে ১টি লাল ও ১টি নীল কালারের ইজিপাওয়ার চুরি করে নিয়ে যায় চোর চক্র।

চুরি হওয়া দু‘টি ইজিপাওয়ারের দাম প্রায় আড়াই থেকে ৩ লক্ষ টাকা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান,এখনো কোন অভিযোগ কেই করেনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।