সাপাহার, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে চলমান করোনা কালে মাস্ক না পরার দায়ে ভ্রাম্যমাণ আদালতে বেশ কিছু লোকজনের ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে ও সদরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে মাস্ক না পরায় জন সাধারণের ২ শত টাকা করে জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস রুখতে মাস্ক একটি অপরিহার্য ভূমিকা পালন করে।
সেক্ষেত্রে মহামারী করোনা থেকে বাঁচতে মাস্ক পরা ছোট বড় সবারই জরুরি দরকার।চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।