ধামইরহাট, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন মো.শহীদুজ্জামান সরকার এমপি।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্তাবধানে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতি এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা আ.লীগের সভাপতি মো.দেলদার হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মাহফুজুর রহমান,চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী,
একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ। এর আগে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন স্টল পরিদর্শন করেন।
মেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং সেননগর আলিম মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন সকলের দৃষ্টি আর্কষণ করে।