বগুড়া আড়াই কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা, অটোরিক্সাসহ সাজাপ্রাপ্ত ১০ মাদক মামলার আসামিসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার সকালে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গতকাল রাত সাড়ে সাড়ে ১০টার দিকে জেলার গাবতলী থানাধীন সুখানপুকুর এলাকার চামুড়পাড়া দুর্গামন্দিরের সামনে হতে ১ কেজি গাঁজাসহ মো. মিশা আহম্মেদকে (২২) আটক করা হয়। মিশা গাবতলী থানার কেশবপাড়া এলাকার মো. হেলাল হোসেনের ছেলে।
একইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় জেলার সদরের ছোট কুমিড়া পশ্চিমপাড়ায় ৭৫০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নওগাঁর রানী নগর থানার ডাকাতী মামলার পলাতক আসামি মো. শয়ন শেখ (৩০), বগুড়া সদরের ছোট কুমিড়া পশ্চিমপাড়া শয়ন শেখের স্ত্রী মোছা. চাম্পা বেগমকে (২৮) আটক করা হয়।
অপরদিকে রাত সাড়ে ১০টায় বগুড়া সদর থানাধীন ভবেরবাজার এলাকার মেহেরা ফিলিং স্টেশনের সামনে ৭৫০ গ্রাম গাঁজা ও ১টি অটোরিকশাসহ বগুড়ার শাজাহানপুরের পারতেখুর উত্তরপাড়ার মৃত আবু বক্করের ছেলে ৩টি মাদক মামলায় ৫ বছর সাজাপ্রাপ্ত আসামি মো. তোতা মিয়া (৪৮), সদরের চকসুত্রাপুর পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. ফারুক হোসেনকে (২২) গ্রেফতার করে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে বগুড়ার গাবতলী মডেল ও সদর থানায় মাদক বিরোধী আইনে মামলা এবং আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।