মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় দিনের বেলায় এক রুটি বিক্রেতার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । বাড়ির বাহিরে রাস্তার পাশে রাখা খড়কুটা থেকে আগুনের সূত্রপাত ঘটে এ বসত বাড়ির যাবতীয় ধান, চাল,পোশাক-আশাক,আসবাবপত্র এবং টিনের ছাউনি পুড়ে যায়।
রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ৫নং গনেশপুর ইউনিয়নের গনেশপুর (মধ্যপাড়া) গ্রামের ওম্মর আলী’র ছেলে রুটি বিক্রেতা জাহাঙ্গীর আলমের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ঘটনার স্বীকার রুটি বিক্রেতা জাহাঙ্গীর আলম জানান, বাড়িতে আগুন লাগায় ধান, চাল,পোশাক-আশাক,আসবাবপত্র এবং শয়ন ঘরের টিনের ছাউনিসহ তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
অগ্নিকন্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি সংলগ্ন ওই রাস্তা দিয়ে সতিহাট- গণেশপুরসহ বিভিন্ন এলাকার লোকজন যাতায়াত করেন থাকেন। বাড়ির বাহিরে রাস্তার পাশে রাখা খড়কুটায় ফেলে যাওয়া বিড়ির আগুন থেকে অথবা অন্য কোন ভাবে আগুনের সুত্রপাত হয়ে থাকতে বলে তার ধারনা। পেশায় তিনি একজন রুটি বিক্রেতা হওয়াই ওইসময় তিনি রুটি বিক্রয়ের জন্য সতিহাটে অবস্থান করছিলেন।
আগুন লাগার খবর পেয়ে তিনি বাড়ি আসেন। ততক্ষণে স্থানীয়রা আগুন লাগার ঘটনা মান্দার ফায়ার সার্ভিস ষ্টেশনকে অবহিত করলে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় এলাকাবাসি এবং প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রনে আনে।
এব্যাপারে মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) রেজাউল করিম বলেন, আগুন লাগার ঘটনাটি খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।