ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে অগ্নিসহ বিভিন্ন ধরণের প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে ব্যাপক প্রচারনা চালানো হয়েছে।
শনিবার সকাল থেকে উপজেলার আগ্রাদ্বিগুন,ভাতগ্রাম মোড়,রসপুর,বীরগ্রাম,আমাইতাড়া,ফতেপুর,গগণপুর ও ধামইরহাট উপজেলা সদরে অগ্নি প্রতিরোধ সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষে মোড়ে এ সচেতনামূলক সভা,লিফলেট বিতরণ পোস্টার সাটানো ও যান্ত্রিক মহড়া অনুষ্ঠিত হয়। পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন উপলক্ষে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
এ কর্মসূচীর উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়।
এসব কর্মসূচীতে মোড়ে মোড়ে গিয়ে সচেতনামূলক বক্তব্য রাখেন পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ স্টেশন অফিসার মো.রায়হান ইসলাম।