মাহবুবুজ্জামান সেতু, মান্দা, নওগাঁ, প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধানের পালায় আগুন দিয়ে ধান-খড় এবং গাছগাছালি পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে ওই গ্রামের আলতাফ মোল্লা’র বাড়ির উঠানে এ আগুন লাগার ঘটনা ঘটে। আলতাফ মোল্লা ভালাইন ইউপি’র গাংতা গ্রামের মৃত মহির মোল্লা’র ছেলে বলে জানা গেছে।
আলতাফ মোল্লা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গভীর রাতে আমাদের ধানের পালায় আগুন লাগিয়ে দেয়। এরপর হঠাৎ করে আমার ছোট মেয়ের ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি বাড়ির বাহিরে আমাদের ধানের পালায় আগুন জ্বলছে। স্থানীয়দের সহযোগীতায় অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে এনেছি।
কিন্তু এরই মধ্যে আমাদের প্রায় ৩ বিঘা জমির ধান এবং ৫ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে আমার প্রায় প্রায় ২ লক্ষাধিক টাকার টাকার ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
প্রতিপক্ষের ইমাজ,ইনতাজুল এবং জয়নালের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে তারা বলেন, এ ঘটনার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। আমাদেরকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।