ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ ১৬ বিজিবি কর্তৃক উদ্ধার কৃত কষ্টি পাথরের মূর্তি প্রন্ততাত্তিক জাদুঘরে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি কর্তৃক ২০১৯ এবং ২০২০ সালে টাস্কফোর্স/বিশেষ অভিযান পরিচালনা করে ১১টি কষ্টি পাথর/প্রন্ততাত্তিক মান সম্পন্ন মূর্তি উদ্ধার করা হয়।

চোরাকারবারীরা তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের নিমিত্তে দেশের এ ধরনের দুর্লভ কষ্টিপাথর/ প্রতœতাত্তি¡ক মানসম্পন্ন মূর্তি সমূহ পার্শ্ববর্তী দেশে পাচার করে থাকে।

এ ধরনের দুর্লভ বস্তু পাচার রোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারী করে আসছে। এরই ধারাবাহিকতায় নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হতে বিজিবি ১১টি কষ্টি পাথর/প্রন্ততাত্তিক মান সম্পন্ন মূর্তি উদ্ধার করতে সক্ষম হয়, যেগুলোর সর্বমোট ওজন ২৭০.০৯ কেজি এবং আনুমানিক মূল্য ২,০৬,৫৯,০০০/- (দুই কোটি ছয় লক্ষ উনষাট হাজার) টাকা।

উদ্ধারকৃত মূল্যবান ১১টি কষ্টি পাথরের মূতি/প্রন্ততাত্তিক মান সম্পন্ন মূর্তিসমূহ অদ্য ১৫ নভেম্বর ২০২০ তারিখে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর প্রন্ততাত্তিক জাদুঘরে সংরক্ষণের নিমিত্তে আঞ্চলিক পরিচালক, প্রন্ততাত্তিক অধিদপ্তর, রাজশাহীর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী, লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি), এ টি এম আহসান হাবীব, উপ-অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এবং রাজশাহী প্রতœতাত্তি¡ক অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, মোছাঃ নাহিদ সুলতানা ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁ ১৬ বিজিবি কর্তৃক উদ্ধার কৃত কষ্টি পাথরের মূর্তি প্রন্ততাত্তিক জাদুঘরে হস্তান্তর

আপডেট সময় ১২:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি কর্তৃক ২০১৯ এবং ২০২০ সালে টাস্কফোর্স/বিশেষ অভিযান পরিচালনা করে ১১টি কষ্টি পাথর/প্রন্ততাত্তিক মান সম্পন্ন মূর্তি উদ্ধার করা হয়।

চোরাকারবারীরা তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের নিমিত্তে দেশের এ ধরনের দুর্লভ কষ্টিপাথর/ প্রতœতাত্তি¡ক মানসম্পন্ন মূর্তি সমূহ পার্শ্ববর্তী দেশে পাচার করে থাকে।

এ ধরনের দুর্লভ বস্তু পাচার রোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারী করে আসছে। এরই ধারাবাহিকতায় নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হতে বিজিবি ১১টি কষ্টি পাথর/প্রন্ততাত্তিক মান সম্পন্ন মূর্তি উদ্ধার করতে সক্ষম হয়, যেগুলোর সর্বমোট ওজন ২৭০.০৯ কেজি এবং আনুমানিক মূল্য ২,০৬,৫৯,০০০/- (দুই কোটি ছয় লক্ষ উনষাট হাজার) টাকা।

উদ্ধারকৃত মূল্যবান ১১টি কষ্টি পাথরের মূতি/প্রন্ততাত্তিক মান সম্পন্ন মূর্তিসমূহ অদ্য ১৫ নভেম্বর ২০২০ তারিখে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর প্রন্ততাত্তিক জাদুঘরে সংরক্ষণের নিমিত্তে আঞ্চলিক পরিচালক, প্রন্ততাত্তিক অধিদপ্তর, রাজশাহীর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী, লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি), এ টি এম আহসান হাবীব, উপ-অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এবং রাজশাহী প্রতœতাত্তি¡ক অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, মোছাঃ নাহিদ সুলতানা ।