স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছীর মথুরাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম । শান্তি প্রিয় এ গ্রামে কিছু অসাধু ভুমি দস্যুদের কারণে অশান্তিতে আছেন ৭ টি পরিবার ।
জমির জাল দলিল করা, জোর পুর্বক দখল নেওয়ার চেষ্টা অসৎ কিছু ব্যাক্তিরা দাপটে গ্রামের নীরিহ মানুষরা হয়রানীর শিকার হচ্ছেন । এসব ব্যাপারে প্রতিকার চেয়ে থানায় একাধিক অভিযোগ দিয়ে সুফল পাচ্ছে না বলেঅভিযোগ করা হয়েছে।
প্রতারক চক্র টার্গেট করে জাল দলিলে জমি দখল নেওয়ার চেষ্টা করছেন এমনি একজন ভুক্ত ভুগী জসিম উদ্দিন ।
তিনি বলেন, আমার পিতা ওসমান মন্ডল । পিতার উত্তরাধীকার সুত্রে সারাঙ্গা পাড়া মৌজার সাবেক এস এ ৬২ আর এস ১১৩ খতিয়ানের দাগ নং ২২৪ হাল দাগ ৩৩৫ এর ১৬ শতক সম্পত্তি পান জসিম উদ্দিন ।
এই জমি দীর্ঘ দিন যাবত ভোগ দখল করে আসছে জসিম উদ্দিন । জসিম উদ্দিস ওই জমিতে ১৮টি আম গাছ, ২০টি মেহেগনী, ৩টি ইউক্যালিপটাস রোপন করেন ।
তার দখলে থাকা সম্পত্তি হঠাৎ করে ওই এলাকার তায়েজ উদ্দীন পিতা,বাজাম উদ্দীন, আব্দুর রাজ্জাক (বাবু) পিতাঃ মৃত-কয়েজ মন্ডল নামে, ৮৪২৯ তাং১৯/১০/৮৩সালে ভুয়া দলিল তৈরী করে সম্পত্তির মালিকানা দাবী করে ।
সম্পত্তি ভোগ দকল কারী জসিম উদ্দিন এর বিরুদ্ধে নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ৫৬৩মিস/১৭- ১৪৪, ১৪৫ ধারায় মামলা করেন তায়েজ গং । এস এ খতিয়ান ৬২ মোতাবেক কয়েজ পিতা আছির উদ্দিনের নাম উল্লেখ নেই । শুধু মাত্র ১১৩ নং ক্ষতিয়ানে ২১৬ দাগে ৮ শত জমি মন্তব্য কলামে উল্লেখ আছে । জমির প্রকৃত হকদার না হওয়ার পরও তায়েজ গং কুট কৌশলের আশ্রয় নিয়ে সম্পত্তির মালিকানা দাবী করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ করে জসিম উদ্দিন ।
আর এস খতিয়ানে ওসমান আট আনা, ফয়েজ আট আনা নামে মন্তব্য কলামে আছে। ওই সম্পত্তিতে জসিমের চাচা কয়সের আলীর বসত বাড়ী ছিল ।
কিন্ত এক দিন হটাৎ কয়সের কে হত্যা উদ্দেশ্য দিনে দুপুরে বাড়ী ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তায়েজ উদ্দিন গং । এবং তারা কয়ছের কে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয় ।
এই ব্যপারে বদলগাছী থানায় একটি মামলা হয়, মামলা নং ০৩,২৭৪/১৮ তাংঃ১/১০/১৮ । জসিম উদ্দিন আরো অভিযোগ করেন তায়েজ উদ্দিন গং নানা ভাবে হুমকি দিয়ে মামলা তুলে নেওয়ার চাপ প্রয়োগ করছে । এ ছাড়া জসিমের রোপন করা গাছ কেটে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে বলে জানান ।
এ ব্যাপারে বদলগাছী থানায় একটি সাধারণ ডায়রী করা হয় যার নং ৬৩৮/ ১৫/০২/২০
সরজমিনে দেখা যায় জমি টি বর্তমানে জসিম উদ্দিনের দখলে আছে।