ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর পাইকারী বাজারে ক‌মে‌ছে সব‌জির দর

বদলগাছীর কোলা হাটে পাইকাররা সবজি কিনে দুরে হাটে নেওয়ার প্রস্ততি

স্টাফ রিপোর্টার: নওগাঁর হাটগুলোতে শীতের সবজির সরবরাহ বেড়েছে । লাউ, পটল, সীম,মুলা বরবটিসহ নানা ধরণের সবজি কৃষকরা ক্ষেত থেকে তুলে হাটে নিচ্ছেন। সরবরাহ বাড়ায় কেজি‌তে ১০ থে‌কে ১৫ টাকা ক‌মে‌ছে ।  ব্যবসায়ীরা বলছেন আমদানী  বৃদ্ধির সাথে পাইকারের উপস্থিতি কম থাকায় দরের সুচক নিন্ম গতি ।

শীতের নানা জাতের সবজি কৃষকরা ক্ষে‌তে তু‌লে বি‌ক্রির জন‌্য হা‌টে আন‌ছেন ভোর সকা‌লে । নওগাঁর বদলগাছীর কোলা হা‌টে বে‌ড়ে‌ছে সব‌জির সরবরাহ । বিশেষ করে শীতের সবজি কপি, শিম বরবটি লাউয়ের দর কমতির দিকে ।

শীতের সবজির সরবরাহ বেড়েছে হাটে

গেল সপ্তাহ থে‌কে কে‌জি‌তে ১০ থে‌কে ১৫ টাকা ক‌মে‌ছে দর ।চাষীরা বল‌ছেন সরবরা‌হের তুলনায় পাইকার না থাকায় কম;দ‌রে বিকা‌তে হ‌চ্ছে সব‌জি ।

বাজারে দরদাম,পটল প্রতি কেজি ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, মুলা ৩৫ টাকা , শিম ৯০ টাকা, লাউ পিস ২০ থেকে ২৫ টাকা, বরব‌টি ৫০ টাকা কে‌জি, ফুলকপি ২৫টাকা পিস । বদলগাছী হাটে সবজি বিক্রি করতে আসা গুলজার, সাদেক, তোফাজ্জল সহ বেশ ক জন কৃষক বলেন, মাত্র দু দিন আগেও স্থানীয় ভান্ডারপুর হাটে যে তরে সবজি বিক্রি করেছি তার থেকে ১০ থেকে প্রকার ভেদে ২০ টাকা পর্যন্ত কম দরে কোলা হাটে সবজি বিক্রি করলাম ।

ভোরে ক্ষেত থেকে সবজি নিয়ে আসেন হাটে

 সপ্তাহে ৪০ থে‌কে ৫০ লাখ টাকার সবজি বেচা কেনা হ‌লেও হা‌টের জায়গা না থাকায় ভোগা‌ন্তি‌তে পড়ার দাবী হাট স‌মি‌তির নেতার।কোলাহাট , ইজারাদার মো:  আবু বকর সি‌দ্দিক বলেন, বৃষ্টি হলে মাঠে বসা এ হাটে দুর্ভো চরমে পৌছে । 

সপ্তা‌হে মঙগলবার ও শুক্রবার সব‌জির পাইকারী এ হাট ব‌সে ।

কৃ‌ষি বিভাগের তথ‌্যম‌তে ১৪ ,হাজার হেক্টর জ‌মি‌তে শী‌তের নানা জাতের সব‌জি চাষ হ‌য়ে‌ছে । এসব সব‌জি প্রা‌ন্তিক হা‌টে বি‌ক্রি ক‌রেন চাষীরা ।

বেলা বাড়ার সাথে জমে উঠে কোলা হাট
ট্যাগস

নওগাঁর পাইকারী বাজারে ক‌মে‌ছে সব‌জির দর

আপডেট সময় ১২:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার: নওগাঁর হাটগুলোতে শীতের সবজির সরবরাহ বেড়েছে । লাউ, পটল, সীম,মুলা বরবটিসহ নানা ধরণের সবজি কৃষকরা ক্ষেত থেকে তুলে হাটে নিচ্ছেন। সরবরাহ বাড়ায় কেজি‌তে ১০ থে‌কে ১৫ টাকা ক‌মে‌ছে ।  ব্যবসায়ীরা বলছেন আমদানী  বৃদ্ধির সাথে পাইকারের উপস্থিতি কম থাকায় দরের সুচক নিন্ম গতি ।

শীতের নানা জাতের সবজি কৃষকরা ক্ষে‌তে তু‌লে বি‌ক্রির জন‌্য হা‌টে আন‌ছেন ভোর সকা‌লে । নওগাঁর বদলগাছীর কোলা হা‌টে বে‌ড়ে‌ছে সব‌জির সরবরাহ । বিশেষ করে শীতের সবজি কপি, শিম বরবটি লাউয়ের দর কমতির দিকে ।

শীতের সবজির সরবরাহ বেড়েছে হাটে

গেল সপ্তাহ থে‌কে কে‌জি‌তে ১০ থে‌কে ১৫ টাকা ক‌মে‌ছে দর ।চাষীরা বল‌ছেন সরবরা‌হের তুলনায় পাইকার না থাকায় কম;দ‌রে বিকা‌তে হ‌চ্ছে সব‌জি ।

বাজারে দরদাম,পটল প্রতি কেজি ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, মুলা ৩৫ টাকা , শিম ৯০ টাকা, লাউ পিস ২০ থেকে ২৫ টাকা, বরব‌টি ৫০ টাকা কে‌জি, ফুলকপি ২৫টাকা পিস । বদলগাছী হাটে সবজি বিক্রি করতে আসা গুলজার, সাদেক, তোফাজ্জল সহ বেশ ক জন কৃষক বলেন, মাত্র দু দিন আগেও স্থানীয় ভান্ডারপুর হাটে যে তরে সবজি বিক্রি করেছি তার থেকে ১০ থেকে প্রকার ভেদে ২০ টাকা পর্যন্ত কম দরে কোলা হাটে সবজি বিক্রি করলাম ।

ভোরে ক্ষেত থেকে সবজি নিয়ে আসেন হাটে

 সপ্তাহে ৪০ থে‌কে ৫০ লাখ টাকার সবজি বেচা কেনা হ‌লেও হা‌টের জায়গা না থাকায় ভোগা‌ন্তি‌তে পড়ার দাবী হাট স‌মি‌তির নেতার।কোলাহাট , ইজারাদার মো:  আবু বকর সি‌দ্দিক বলেন, বৃষ্টি হলে মাঠে বসা এ হাটে দুর্ভো চরমে পৌছে । 

সপ্তা‌হে মঙগলবার ও শুক্রবার সব‌জির পাইকারী এ হাট ব‌সে ।

কৃ‌ষি বিভাগের তথ‌্যম‌তে ১৪ ,হাজার হেক্টর জ‌মি‌তে শী‌তের নানা জাতের সব‌জি চাষ হ‌য়ে‌ছে । এসব সব‌জি প্রা‌ন্তিক হা‌টে বি‌ক্রি ক‌রেন চাষীরা ।

বেলা বাড়ার সাথে জমে উঠে কোলা হাট