ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা

ধামইরহাটে বাণিজ্যিক ভাবে পান চাষে সাবলম্বি কৃষকরা

কৃষক মো. আতলাব হোসেন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাণিজ্যিক ভাবে পান চাষে সাবলম্বি হতে শুরু করেছে একটি ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার।

দীর্ঘ করোনার ভয়াল থাবা এবং টানা বৃষ্টিতে মুখ থুবড়ে পড়া প্রান্তিক পর্যায়ের কৃষকরা ধোকল কাটিয়ে বাজারে পানের মুল্য বেশি পেতে শুরু করেছে।

শেষ সময়ে এসে দাম বেশি পেয়ে মুখে হাসি ফুটেছে পান চাষিদের। জানা গেছে, উপজেলার ৭ নং ইসবপুর ইউনিয়নের অন্তর্গত জোতরাম, মানপুর ,চন্দ্রাকোলা, গনেশপুর ও ধনজয়পুর এলাকার প্রায় ৩ হেক্টর জমিতে পান চাষ হয়।

ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ির কৃষকরা বাড়ির পাশে অথবা তিন ফসলি জমিতে কম বেশি বাণিজ্যিক ভাবে গড়ে তুলেছেন পান বরজ। সকাল থেকে শুরু করে সন্ধা অবদি তারা পান বরজের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করে থাকেন।

তবে টানা বৃষ্টিতে এবার অনেকের বরজের পান নষ্ট হয়েছে তবে বাজারে পানের দাম বৃদ্ধি থাকলে ক্ষতি পুষিয়ে লাহবান হবে এমনটা মনে করছেন অনেকে।

কৃষকদের বরজের পান উপজেলার বিভিন্ন এলাকাসহ পার্শ্ববতি জেলার জয়পুরহাট, হিলি বাজার ও বর্ডার পেরিয়ে কলকাতার বাজারে যায়। স্বাদে ও মানে ভালো হওয়ায় পান পর্যায়ক্রমে বাজারজাত বাড়তে শুরু হয়েছে।

জোতরাম এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে কৃষক মো. আতলাব হোসেন জানান, প্রায় ৪০ বছর থেকে সে পান চাষ করেন। প্রতি বছরের ন্যায় এবারো সে তার ২টি বরজে ২৪ শতাংশ জমিতে পান চাষ করেছে।

প্রতি বছরে সে তার বরজ থেকে প্রায় ২৫-৩০ হাজার টাকা করে লাব করে থাকে। কিন্তু এবারে টানা বৃষ্টিতে তার পান গাছের অনেত ক্ষতি হয়।

প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে সে বর্তমানে তার বরজ থেকে পান খোলা বাজারে ও বাণিজ্যিক ভাবে বিক্রি করতে শুরু করেছে। সে প্রতি সপ্তাহে ২ থেকে ৩ হাজার টাকার পান বিক্রি করেন খোলা বাজারে।

তবে পান এখনো বড় সাইজে আসেনি আসলে আরো ভালো দামে বিক্রি করবেন বলে আশা রাখেন তিনি। এবিষয়ে ইসবপুর ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকরা পান চাষে সাবলম্বি হতে শুরু করেছে।

তাদের দেখা দেখি অনেকে নতুন করে পান চাষে আগ্রহি হচ্ছে এটা আসলে প্রশংসিত একটি বিষয়। আমি ব্যক্তিগত ভাবে পান চাষীদের এমন উদ্যোগে বাহাবা জানায় সেই সাথে আরো এই পান চাষ ছড়িয়ে পড়তে সর্বদা কৃষকের মাঝে পরামর্শ প্রদান করে থাকি।

উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মো. সেলিম রেজা জানান, পানের প্রতি মানুষের আগ্রহ বাড়তে ধাকায় পান চাষিদের সর্বাত্তক উপজেলা থেকে ভালো পরামর্শ প্রদান করা হয়েছে।

সেই থেকে একটি পান বরজ তৈরীর শুরু থেকে শেষ পর্যন্ত একটি কৃষককে কীটনাশ থেকে শুরু রোগ বালাই দমনে সুপরামর্শ প্রদান করা হয়।

ট্যাগস

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

ধামইরহাটে বাণিজ্যিক ভাবে পান চাষে সাবলম্বি কৃষকরা

আপডেট সময় ০৭:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাণিজ্যিক ভাবে পান চাষে সাবলম্বি হতে শুরু করেছে একটি ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার।

দীর্ঘ করোনার ভয়াল থাবা এবং টানা বৃষ্টিতে মুখ থুবড়ে পড়া প্রান্তিক পর্যায়ের কৃষকরা ধোকল কাটিয়ে বাজারে পানের মুল্য বেশি পেতে শুরু করেছে।

শেষ সময়ে এসে দাম বেশি পেয়ে মুখে হাসি ফুটেছে পান চাষিদের। জানা গেছে, উপজেলার ৭ নং ইসবপুর ইউনিয়নের অন্তর্গত জোতরাম, মানপুর ,চন্দ্রাকোলা, গনেশপুর ও ধনজয়পুর এলাকার প্রায় ৩ হেক্টর জমিতে পান চাষ হয়।

ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ির কৃষকরা বাড়ির পাশে অথবা তিন ফসলি জমিতে কম বেশি বাণিজ্যিক ভাবে গড়ে তুলেছেন পান বরজ। সকাল থেকে শুরু করে সন্ধা অবদি তারা পান বরজের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করে থাকেন।

তবে টানা বৃষ্টিতে এবার অনেকের বরজের পান নষ্ট হয়েছে তবে বাজারে পানের দাম বৃদ্ধি থাকলে ক্ষতি পুষিয়ে লাহবান হবে এমনটা মনে করছেন অনেকে।

কৃষকদের বরজের পান উপজেলার বিভিন্ন এলাকাসহ পার্শ্ববতি জেলার জয়পুরহাট, হিলি বাজার ও বর্ডার পেরিয়ে কলকাতার বাজারে যায়। স্বাদে ও মানে ভালো হওয়ায় পান পর্যায়ক্রমে বাজারজাত বাড়তে শুরু হয়েছে।

জোতরাম এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে কৃষক মো. আতলাব হোসেন জানান, প্রায় ৪০ বছর থেকে সে পান চাষ করেন। প্রতি বছরের ন্যায় এবারো সে তার ২টি বরজে ২৪ শতাংশ জমিতে পান চাষ করেছে।

প্রতি বছরে সে তার বরজ থেকে প্রায় ২৫-৩০ হাজার টাকা করে লাব করে থাকে। কিন্তু এবারে টানা বৃষ্টিতে তার পান গাছের অনেত ক্ষতি হয়।

প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে সে বর্তমানে তার বরজ থেকে পান খোলা বাজারে ও বাণিজ্যিক ভাবে বিক্রি করতে শুরু করেছে। সে প্রতি সপ্তাহে ২ থেকে ৩ হাজার টাকার পান বিক্রি করেন খোলা বাজারে।

তবে পান এখনো বড় সাইজে আসেনি আসলে আরো ভালো দামে বিক্রি করবেন বলে আশা রাখেন তিনি। এবিষয়ে ইসবপুর ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকরা পান চাষে সাবলম্বি হতে শুরু করেছে।

তাদের দেখা দেখি অনেকে নতুন করে পান চাষে আগ্রহি হচ্ছে এটা আসলে প্রশংসিত একটি বিষয়। আমি ব্যক্তিগত ভাবে পান চাষীদের এমন উদ্যোগে বাহাবা জানায় সেই সাথে আরো এই পান চাষ ছড়িয়ে পড়তে সর্বদা কৃষকের মাঝে পরামর্শ প্রদান করে থাকি।

উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মো. সেলিম রেজা জানান, পানের প্রতি মানুষের আগ্রহ বাড়তে ধাকায় পান চাষিদের সর্বাত্তক উপজেলা থেকে ভালো পরামর্শ প্রদান করা হয়েছে।

সেই থেকে একটি পান বরজ তৈরীর শুরু থেকে শেষ পর্যন্ত একটি কৃষককে কীটনাশ থেকে শুরু রোগ বালাই দমনে সুপরামর্শ প্রদান করা হয়।