ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় সবজির বাজার অস্থির। সরকারী বাজার দর না মেনে চড়া দামে খুচরা ও পাইকারী বাজারে বিক্রি করা হচ্ছে সবজি।
উপজেলা সদরের বাবুরহাট বাজারে খুচরা ক্রেতাদের কাছে সরকারী ভাবে আলুর খুচরা বাজার দর ৩০ টাকা বেধে দেয়া হলেও প্রতিকেজি আলু বিক্রি করা হচ্ছে ৪৫ টাকা দরে। এছাড়া প্রতিকেজি বেগুন ৬০ টাকা, মুলা ৬০ টাকা, করলা ৬০, সিম ৮০ টাকা, কাচা মরিচ ২০০ টাকা, পিয়াজ ৮০ টাকাসহ বিভিন্ন প্রকার শাক সবজি চড়া দামে বিক্রি করা হচ্ছে। সবজির বাজার অস্থির হওয়ায় চরম বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষজন।
স্বরেজমিনে গিয়ে দেখাযায় উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে ফরিদুল ইসলাম ডিমলা সদরের বাবুরহাট বাজারে সরকারী বাজার মুল্যে আলু কিনতে আসে। কিন্তু বিক্রেতা প্রতিকেজি আলু ৪৫ টাকার কমমুল্যে বিক্রয় করতে পারবেনা বলে জানিয়ে দেয়। ডিমলা বাজারের সবজি বিক্রেতা আব্দুর রশিদ বলেন, পাশ্ববতি ডোমার উপজেলার পাইকারী বাজার হতে প্রতিকেজি আলু ৩৮ টাকা দরে কিনে আনায় সরকারী বাজার ৩০ টাকা দরে আলু বিক্রি করতে পারছিনা।
পাইকারী বাজারে দাম কমলে আমরাও কমদামে বিক্রি করবো।
এ ব্যাপারে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, কেউ যদি সরকার বেধে দেয়া মুল্যের চেয়ে বেশি দামে পন্য বিক্রি করে তাহলে বাজার মনিটরিং করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।