সিলেট প্রতিনিধি: সিলেট নগরের কাস্টঘর এলাকায় ছিনতাই করে পালানোর সময় এক যুবককে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে রায়হান আহমেদ (৩৫) নামের ওই যুবকের মৃত্যু হয়।
রোববার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। মৃত রায়হান আহমেদ সিলেট নগরের আখালিয়াস্থ নেহারিপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।
বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার। তিনি বলেন, ভোরে নগরের কাস্টঘর এলাকায় ছিনতাইকালে রায়হান আহমেদকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়। রায়হান আহমেদের নামে সিলেটের বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান জ্যোতির্ময় সরকার।
এসএমপির এই মুখপাত্র আরও বলেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি জানিয়ে জ্যোতির্ময় সরকার বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।