ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর সমন্বিত হামলা চালায় Logo প্রধান উপদেষ্টা দেশে ফিরলেন Logo গুলি ও ভারতীয় শাড়িসহ ডিবি পুলিশের ২ কনস্টেবল গ্রেফতার Logo আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা Logo আয়নাঘরেই আটকে রাখা হয়েছিল, চিনতে পারলেন নাহিদ ও আসিফ Logo চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন Logo দেশ ক্ষমতা ধরে রাখতেই জুলাই গণঅভ্যুত্থানে নৃশংস হত্যাকাণ্ড: জাতিসংঘ Logo গণমাধ্যম ও ভুক্তভোগী দের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা Logo হত্যা মামলায় নওগাঁর ৫ চেয়ারম্যান সহ ৯ আওয়ামীলীগ নেতা কারাগারে Logo নওগাঁর পত্নীতলায় শেষ সময়ে বোরো চাষে ব্যস্ত চাষিরা

সিলেটে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

প্রতীকী ছবি

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের কাস্টঘর এলাকায় ছিনতাই করে পালানোর সময় এক যুবককে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে রায়হান আহমেদ (৩৫) নামের ওই যুবকের মৃত্যু হয়।

রোববার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। মৃত রায়হান আহমেদ সিলেট নগরের আখালিয়াস্থ নেহারিপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার। তিনি বলেন, ভোরে নগরের কাস্টঘর এলাকায় ছিনতাইকালে রায়হান আহমেদকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়। রায়হান আহমেদের নামে সিলেটের বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান জ্যোতির্ময় সরকার।

এসএমপির এই মুখপাত্র আরও বলেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি জানিয়ে জ্যোতির্ময় সরকার বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ট্যাগস

পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর সমন্বিত হামলা চালায়

সিলেটে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

আপডেট সময় ০৫:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের কাস্টঘর এলাকায় ছিনতাই করে পালানোর সময় এক যুবককে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে রায়হান আহমেদ (৩৫) নামের ওই যুবকের মৃত্যু হয়।

রোববার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। মৃত রায়হান আহমেদ সিলেট নগরের আখালিয়াস্থ নেহারিপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার। তিনি বলেন, ভোরে নগরের কাস্টঘর এলাকায় ছিনতাইকালে রায়হান আহমেদকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়। রায়হান আহমেদের নামে সিলেটের বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান জ্যোতির্ময় সরকার।

এসএমপির এই মুখপাত্র আরও বলেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি জানিয়ে জ্যোতির্ময় সরকার বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।