নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াসিন শেখ (২৩) নামে এক ডিশলাইন মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শেখ লোহাগড়া উপজেলার কোলা গ্রামের আব্দুল হান্নান শেখের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডিশলাইন মিস্ত্রী ইয়াসিন লোহাগড়া পৌরসভার রাজোপুর এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে ডিশলাইনের কাজ করছিলেন। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার বিপাশা জানান, হাসপাতালে আনার আগেই ইয়াসিন শেখের মৃত্যু হয়।