স্টাফ রিপোর্টার, ঢাকাঃ জাতীয় সংসদের ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় ঢাকা ৫ আসনে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ ৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলাল এর মনোনয়ন চূড়ান্ত বলে ঘোষণা করা হয়।
ওবায়দুল কাদের জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর ঢাকা ১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
সূত্রঃ সময় সংবাদ