বরিশাল প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিট।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে গৌরনদী উপজেলায় খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. সোবাহান মৃধার বসত বাড়ির পূর্ব পাশে টয়লেটের কাছে রাখা বালি ও কাঠের গুঁড়ি ভরা দইয়ের একটি হাড়ি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা ককটেলের বিষয়ে পুলিশকে অবহিত করেন।
পরে জেলা পুলিশ সুপারকে অবহিত করলে ককটেল নিষ্ক্রিয় করার জন্য তিনি লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসে খবর দেন।
সেখান থেকে একটি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাল স্কচটেপ দিয়ে পেঁচানো ককটেল দেখতে পায় এবং সেগুলো নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় একটি জিডি করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ’