ধর্ম ডেস্কঃ কয়দিন পরেই পালিত হবে পবিত্র আশুরা। এই দিনটি সারা মুসলিম জাতির জন্য শোকের মাস।মহরম মাসের ১০ তারিখ কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাললাহু আলাই ওয়াসালামের নাতি ও হযরত আলী ও মা ফাতেমারপুত্র হযরত হাসান।
এ দিনটাকে কেন্দ্র করে সারাবিশ্বে শোকদিবস পালন করা হয়। বাংলাদেশে ও শিয়া ধর্মালম্বী এই দিনটিকে বিশেষ মর্যাদায় পালন করে থাকেন। আজ মহরম মাসের ৬ তারিখ দোয়া ও মিলাদের মাধ্যমে আশুরা পালনের সময় শুধু হয়।
বুধবার (২৬ আগস্ট) সরেজমিনে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান গিয়ে দেখা যায় দেশের বিভিন স্থান থেকে শিয়া মুসলিম অনুসারীরা মাজারে আসা শুরু করেছেন।মাজারের সামনে বিভিন্ন রংয়ের জরির মালা, ফুলের মালা, ফুলের তোড়া কিনতে ব্যস্ত অনুসারীরা।
মাজারের কর্তৃপক্ষ সবাইকে মাস্ক ও স্যানিটারাইজ ব্যবহার করার অনুরোধ করেছেন এবং নিজেরাও ব্যবস্থা করেছেন। আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা বাহিনী ও সিসিটিভি মাধ্যমে পুরা এলাকা নিয়ন্ত্রণ করা হচ্ছে।
আশুরার দিন সবাইকে মাস্ক ব্যবহার করতে ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে সবার কাছে অনুরোধ জানিয়েছেন আইন-শৃংখলার বাহিনী ও আশুরা উদযাপন কর্তৃপক্ষ।