সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বুধবার (২৬ আগস্ট) দুপুরে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলো একই গ্রামের আব্দুল হকের মেয়ে হালিমা খাতুন ও প্রতিবেশী সাইফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম। তাদের দু’জনেরই বয়স সাড়ে চার বছর।
কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মোল্লা জহুরুল হক জানান, হালিমা ও তরিকুল দুপুরে খেলতে খেলতে-
বাড়ির পাশের পুকুরে নেমে আর উঠতে পারেনি। দীর্ঘ সময় তাদের না দেখে স্বজনরা খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠে।