ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার বিসকা ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- উপজেলার বিসকা ইউনিয়নের চান্দপুর গ্রামের চান্দপুর উচ্চ বিদ্যালয়ের দফতরি বাবুল মিয়ার ছেলে হৃদয় আহমেদ (১২) ও জীবন আহমেদ (৮)। তারা চান্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করে বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, বিকেলে ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পুলিশ এখনও ঘটনাস্থলেই আছে। দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।