ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় নৌকার ধাক্কায় যাত্রীবাহী নৌকা নিখোঁজ

নেত্রকোনায় নৌকার ধাক্কায় যাত্রীবাহী নৌকা নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধিঃ নৌকার ধাক্কায় পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে যাত্রীবাহী একটি নৌকা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার বিকেলে (১৭ আগস্ট) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে শিবগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিবগঞ্জ ঘাট থেকে প্রায় ৩০ জন যাত্রী ও দুটি মোটরসাইকেল নিয়ে দুর্গাপুরের উদ্দেশে যাচ্ছিল একটি নৌকা।

এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি নৌকা যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেয়।

এতে যাত্রী ও মোটরসাইকেলসহ নৌকাটি পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত যাত্রীদের পাড়ে তুলতে পারলেও নৌকা ও মোটরসাইকেলগুলোর খোঁজ পাওয়া যায়নি।

তবে সব যাত্রী নিরাপদে পাড়ে উঠতে পেরেছেন। কিন্তু স্রোতের গতির কারণে নিখোঁজ রয়েছে নৌকা ও দুটি মোটরসাইকেল। এ ঘটনায় ধাক্কা দেয়া নৌকা ও চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

দুর্গাপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেয়া নৌকার চালককে আটক করা হয়েছে।

 

ট্যাগস

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় নৌকার ধাক্কায় যাত্রীবাহী নৌকা নিখোঁজ

আপডেট সময় ০৬:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০

নেত্রকোনা প্রতিনিধিঃ নৌকার ধাক্কায় পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে যাত্রীবাহী একটি নৌকা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার বিকেলে (১৭ আগস্ট) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে শিবগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিবগঞ্জ ঘাট থেকে প্রায় ৩০ জন যাত্রী ও দুটি মোটরসাইকেল নিয়ে দুর্গাপুরের উদ্দেশে যাচ্ছিল একটি নৌকা।

এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি নৌকা যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেয়।

এতে যাত্রী ও মোটরসাইকেলসহ নৌকাটি পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত যাত্রীদের পাড়ে তুলতে পারলেও নৌকা ও মোটরসাইকেলগুলোর খোঁজ পাওয়া যায়নি।

তবে সব যাত্রী নিরাপদে পাড়ে উঠতে পেরেছেন। কিন্তু স্রোতের গতির কারণে নিখোঁজ রয়েছে নৌকা ও দুটি মোটরসাইকেল। এ ঘটনায় ধাক্কা দেয়া নৌকা ও চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

দুর্গাপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেয়া নৌকার চালককে আটক করা হয়েছে।