নেত্রকোনা প্রতিনিধিঃ নৌকার ধাক্কায় পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে যাত্রীবাহী একটি নৌকা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার বিকেলে (১৭ আগস্ট) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে শিবগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিবগঞ্জ ঘাট থেকে প্রায় ৩০ জন যাত্রী ও দুটি মোটরসাইকেল নিয়ে দুর্গাপুরের উদ্দেশে যাচ্ছিল একটি নৌকা।
এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি নৌকা যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেয়।
এতে যাত্রী ও মোটরসাইকেলসহ নৌকাটি পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত যাত্রীদের পাড়ে তুলতে পারলেও নৌকা ও মোটরসাইকেলগুলোর খোঁজ পাওয়া যায়নি।
তবে সব যাত্রী নিরাপদে পাড়ে উঠতে পেরেছেন। কিন্তু স্রোতের গতির কারণে নিখোঁজ রয়েছে নৌকা ও দুটি মোটরসাইকেল। এ ঘটনায় ধাক্কা দেয়া নৌকা ও চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
দুর্গাপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেয়া নৌকার চালককে আটক করা হয়েছে।